বাংলার ভোট পরবর্তী হিংসার ছবি বলে চালানো হচ্ছে বর্ধমানের রামনবমীর পুরনো ছবি

0
187

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

Burdwan Ramnavami | newsfront.co
ছবি সৌজন্যেঃ অল্ট নিউজ

বাংলার ভোট পরবর্তী হিংসার নামে সোশ্যাল মিডিয়া জুড়ে ফেক নিউজ, ফেক ছবি, ফেক ভিডিওর ছড়াছড়ি। এমনই আরেকটি ভিডিও ছড়িয়ে পড়ে- যার মূল বক্তব্য বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার আর্জি। alt news ফ্যাক্ট চেকে প্রমাণ হয় এটি ২০১৮ সালের ভিডিও।

আসলে ২০১৮ সালে বর্ধমানে রামনবমীর সময় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। কিন্তু সংবাদ মাধ্যম বা কারুর ব্যক্তিগত সংগ্রহে থাকা সেই ভিডিও এখন ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়-  হ্যাশট্যাগ ‘বাংলা জ্বলছে’, হ্যাশট্যাগ ‘বাংলায় রাষ্ট্রপতি শাসন চাই’-এর মাধ্যমে। বহু সংখ্যায় শেয়ারও হচ্ছে ভিডিওটি। এই সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্টে মন্তব্যও করেন বহু মানুষ। একটু খেয়াল করলেই দেখা যায় মন্তব্যগুলির মূল লক্ষ্য একটি নির্দিষ্ট সম্প্রদায়কে যেকোন ভাবে দোষী সাব্যস্ত করে ফেলা।

আরও পড়ুনঃ বাঙলার ‘ভোট পরবর্তী হিংসা’র ছবি বলে চালানো হচ্ছে উড়িষ্যার পুরনো ভিডিও,ধরা পড়ল ফ্যাক্ট চেকে

Alt news এর ফ্যাক্ট চেক জানা যায় বাংলায় ভোটের প্রেক্ষিতে ঘটা কোন ঘটনার ভিডিও এটি নয়। ২০১৮ সালে বর্ধমানের রাজনৈতিক সংঘর্ষের ঘটনাকে এখনকার সংঘর্ষ বলে চালানো হচ্ছে। ভোট পরবর্তী হিংসার নামে এভাবে সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ছে একাধিক ফেক খবর, ফেক ছবি, ফেক ভিডিও। কিছু মানুষ এইগুলো বিশ্বাস করছেন তা যেমন ঠিক, পাশাপাশি অনেকেই আসল সত্য জানতে দ্বারস্থ হচ্ছেন এই ধরণের ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মের, সামনে আসছে আসল সত্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here