পায়ে হেঁটে বর্ধমান টু খড়গপুর

0
56

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

তিন পরিবার মিলে প্রায় ২০০ কিলোমিটার পায়েহেঁটে বর্ধমান থেকে পৌঁছালো পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর। লকডাউনের জেরে যখন গোটা দেশে যানবাহন বন্ধ তখন নিজেরাই হেঁটে মহারাষ্ট্র পৌঁছানোর সিদ্ধান্ত নিল তিন পরিবার।

walking down to burdhamaan | newsfront.co
নিজস্ব চিত্র

তিন পরিবারের তিন জন শিশু সহ নয় জন মিলে প্রায় ২০০ কিলোমিটার হেঁটে রওনা দিয়েছে। ঘটনায় জানা যায় কয়েকদিন আগে দিনমজুরির কাজের জন্য বর্ধমানে এসেছিল মহারাষ্ট্রের এই তিন পরিবার। ২৪শে এপ্রিল থেকে করোনা ভাইরাসের জেরে গোটা দেশে লকডাউন থাকায়।

people heading to burdhamaan | newsfront.co
নিজস্ব চিত্র

খেতে না পেয়ে নিজের বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় ওই পরিবার গুলি।সকালে যখন তারা খড়্গপুরে পৌঁছায় তাদেরকে দেখতে পেয়ে বেশ কয়েকজন জিজ্ঞাসাবাদ করায় তারা বলেন মহারাষ্ট্রতে যাওয়ার জন্য রওনা দিয়েছেন। বর্ধমান থেকে ইতিমধ্যেই তারা ২০০ কিলোমিটার হেঁটে পৌঁছেছেন খড়্গপুরে।

আরও পড়ুনঃ বিকেল পর্যন্ত ফালাকাটায় অব্যাহত বাইসন তাণ্ডব, আতঙ্ক

এরা সবাই মহারাষ্ট্রের ওয়াসিম জেলার বাসিন্দা বলে জানা গেছে ।রমেশ উত্তম নারওয়াড়ে ৩৯ বছরের ব্যক্তি জানায় “করোনাভাইরাস এর জেরে না খেতে পেরে বর্ধমান থেকে সোজা মহারাষ্ট্রের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি ।” কখন গন্তব্যে পৌঁছাবে জানা নেই।

তবে মনের জোরে নিজেদের বাড়ি ফেরার ও বাঁচিয়ে রাখার তাগিদে বর্তমান ওরা একপ্রকার সংগ্রাম করছে। প্রত্যেক এলাকায় কিছু সহৃদয় ব্যাক্তি তাদের কিছু খাবার জোগাড় করছে এবং সেই রসদ যুগিয়ে তারা এগিয়ে চলছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here