ইন্টারন্যালের নম্বর ছাড়া ফল প্রকাশ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে

0
139

সুদীপ পাল,বর্ধমানঃ

burdwan university result out through internet
নিজস্ব চিত্র

বর্ধমান বিশ্ববিদ্যালয় ফল প্রকাশ করলো অথচ সেই ফল দেখে পরীক্ষার্থীদের চক্ষুচড়কগাছ।ইন্টারন্যালের নম্বর ছাড়াই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক দপ্তর পরীক্ষার ফল বের করে দিয়েছে। এই ফল নিয়ে কলেজে কলেজে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল পড়ুয়াদের মধ্যে।

উদাহরণ হিসেবে বলা যায়হাটগোবিন্দপুর ডঃ ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়ের কথা। যেখানে ইংরেজি, পদার্থবিদ্যায় একজন ছাত্রছাত্রীও পাশ মার্কস তুলতে পারেননি।কাটোয়ার চন্দ্রপুর কলেজের অবস্থাও তথৈবচ। ব্যাপকভাবে ‘ফেল’ করেছে পরীক্ষার্থীরা। কলেজের অধ্যক্ষ কার্তিকচন্দ্র সামন্ত কয়েকজন শিক্ষকের গাফিলতির কথা স্বীকার করে বলেন, আমাদের কলেজে সাতটি বিষয়ের ইন্টারন্যালের নম্বর যোগ হয়নি।

আরও পড়ুনঃ বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির উদ্যোগে রক্তদান

কিন্তু কেন এমন হলো? কেনই বা ইন্টারনালের নম্বর যোগ করা গেল না? জানা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষার পর প্রতিটি কলেজে নির্দিষ্ট সময় দেওয়া থাকে ইন্টারনাল নম্বরগুলি আপলোড করার জন্য। নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও বেশ কিছু কলেজ ইন্টারনাল নম্বর আপলোড করেনি।

এদিকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিভাগ ইন্টারনাল নম্বর ছাড়াই ফল প্রকাশ করে দিয়েছে। ফলত বেশ কিছু কলেজের রেজাল্ট অসম্পূর্ণ এবং পড়ুয়াদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক অনিন্দ্যজ্যোতি পাল বলেন, এর পুরো দায় সংশ্লিষ্ট কলেজগুলির। ইন্টারন্যালের নম্বর এলে তবেই পূর্ণাঙ্গ রেজাল্ট মিলবে।

এদিকে বিক্ষোভের মুখে পড়ে কলেজ কর্তৃপক্ষ পরীক্ষা নিয়ামক দপ্তরের সাথে যোগাযোগ করে এক সপ্তাহের মধ্যে ইন্টারনালের নম্বর সহ পূর্ণাঙ্গ ফল প্রকাশে আর্জি জানিয়েছেন যদিও অনিন্দ্যজ্যোতিবাবু বলেন, কিছুটা সময় লাগবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here