মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
‘আমলাদের কাজই হল নেতাদের জুতো বহন করা’, সম্প্রতি এমনই বিতর্কিত মন্তব্য করে ফের একবার খবরের শিরোনামে উঠে এলেন বিজেপি নেত্রী উমা ভারতী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বিজেপী নেত্রীর সেই বিতর্কিত মন্তব্যের ভিডিও। যা ঘিরে এখন নেটিজেনদের চর্চা তুঙ্গে।
ওই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী বলছেন, ‘আমলাতন্ত্র যে আসলে কিছুই নয়, আপনারা তা জানেনই না। আমাদের জুতো বহন করাই ওদের প্রধান কাজ। চপ্পল বহনই আসলে আমলাতন্ত্র। আমরাও আমলাতন্ত্রের সেই কাজে সম্মতি দিয়ে দিই।’
যদিও পরে এই বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে উমা ভারতী সাফাই দিয়ে বলেছেন, ‘ওবিসি সম্প্রদায়ের এক প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে মুখ ফসকে ভুল করে ওই মন্তব্য করে ফেলেছি।’
আরও পড়ুনঃ শুক্রবার প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন মোদী-বাইডেন
আমলাতন্ত্র প্রসঙ্গে বিজেপি নেত্রী উমা ভারতী বলেছেন, ‘আপনারা কি মনে করেন নেতাদের নিয়ন্ত্রণ করে আমলাতন্ত্র? একেবারেই এমনটা নয়। প্রথমে ওরা আমদের সঙ্গে আলোচনা করে। তারপর আমলাতন্ত্রের মাধ্যমে ফাইল তৈরি হয় এবং এরপর সেই ফাইলের প্রস্তাব কার্যকর হয়। আমি ১১ বছর ধরে কেন্দ্রের মন্ত্রী, একটা রাজ্যের মুখ্যমন্ত্রীও ছিলাম। কোনও কাজ করার আগে প্রথমে মন্ত্রীদের সঙ্গে আলোচনা হওয়ার পরই ফাইল তৈরি হয়।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584