না, কর্ণাটকের মুসকানকে সমর্থন ও সম্মান জানিয়ে আলোয় সাজেনি বুর্জ খলিফাঃ AltNews ফ্যাক্টচেক

0
148

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

মান্ডিয়া কলেজের ছাত্রী মুসকানের সমর্থনে আলোয় সেজে উঠেছে বুর্জ খলিফা, তাও শুধু মুসকানকে সম্মান প্রদর্শন করতে। এমনই এক ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। কিন্তু AltNews এর ফ্যাক্ট চেক জানিয়ে দিল এটি আগাগোড়া মিথ্যা তথ্য, ভিডিওটি তৈরি করা হয়েছে।

Burj Khalifa Muskan Karnataka
ছবিঃ AltNews

কর্ণাটকের স্কুল কলেজে হিজাব পরা নিষিদ্ধ করে কর্ণাটক সরকার, সে বিতর্ক গড়িয়েছে আদালত পর্যন্ত কিন্তু তার মাঝে সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে ফেক নিউজের দৌরাত্ম। মান্ডিয়া কলেজের ছাত্রী মুসকান খান বোরখা পরে কলেজ যাওয়ায় তাঁকে ঘিরে একদল গেরুয়া উত্তরীয়ধারী যুবকের জয় শ্রীরাম স্লোগান দেওয়ার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় এবং নিন্দার ঝড় ওঠে সেই নিয়ে।

এরপরেই শুরু হয় এই নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো। তার সবকটিই যে তৈরি করা তা ইতিমধ্যেই প্রমাণ হয়েছে। একটি ভিডিও দেখা যায় হুহু করে ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়, তা হল মুসকানের সমর্থনে আলোয় সেজে উঠেছে বুর্জ খলিফা।

আরও পড়ুনঃ দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠায় আরও ৫৪ টি চীনা অ্যাপ নিষিদ্ধের তালিকায়

AltNews ফ্যাক্ট চেক করে জানায় এটিও আদ্যন্ত মিথ্যা, বুর্জ খলিফা শেষবার বিশেষ ভাবে আলোকিত হয়েছিল চীনা নববর্ষ উপলক্ষে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here