রাতের অন্ধকারে পুড়লো বাইক

0
34

সুদীপ পাল,বর্ধমানঃ

রাতের অন্ধকারের তিনটি মোটরবাইক পোড়ালো দুষ্কৃতীরা। গভীর রাতে দুর্গাপুর ডিএসপি টাউনশিপের এডিসন রোডে দুটি আবাসনে এই ঘটনা ঘটে।

Burned bike | newsfront.co
ভস্মীভূত বাইক।ছবিঃ প্রতিবেদক

প্রসঙ্গত উল্লেখ্য, বছর খানেক ধরে দুর্গাপুর শহরে একের পর এক এই বাইক পোড়ানোর ঘটনা ঘটছে। শহরবাসী নিরাপত্তা এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। দুষ্কৃতীরা অধরা রয়েছেন এখনও।

এডিসন রোডে একটি আবাসনে অরুণকুমার অধিকারী ঘরের বাইরে অস্বাভাবিক শব্দ শুনে বাইরে বেরিয়ে দেখেন গ্যারেজে থাকা দুটি মোটর বাইক এবং একটি সাইকেল দাউ দাউ করে জ্বলছে। পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন পৌঁছায়। আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। যদিও ততক্ষণে তিনটি যানবাহনে পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানান অরুণবাবু। অন্য আবাসনে এ্যাসলী ভার্গিস জানান, ভোর সাড়ে চারটে নাগাদ ঘুম ভেঙে মনে হল বাইরে কিছু জ্বলছে। বাইরে বেরোতেই দেখা গেল মোটরবাইক জ্বলছে। জল ঢেলে নেভানোর চেষ্টা করা হয়। পাড়ার লোকজন ছুটে আসেন। কিন্তু ততক্ষণে বাইকটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। সারা দুর্গাপুর জুড়ে এমন ঘটনা বারবার ঘটছে। কিন্তু তারপরেও পুলিশ কেন তৎপর হয়ে দুষ্কৃতীদের ধরছেন না সে বিষয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ শনিবার সকাল থেকে নিখোঁজ ঝাড়গ্রাম শহরের গৃহবধূ

পুলিশ জানিয়েছে এই ঘটনাগুলির তদন্তে নেমে কখনো প্লাস্টিকের বোতল, কখনো দুষ্কৃতীদের চপ্পল মিলেছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বোতল করে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটর ডিসি (পূর্ব) অভিষেক গুপ্ত বলেন, তদন্ত চলছে। খুব দ্রুত দুষ্কৃতীরা ধরা পড়বে বলে তিনি আশ্বাস দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here