নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পেটের জ্বালা মেটাতে কাঠের উনুনে ভাত রান্না করতে গিয়ে গোটা ঘর পুড়ে ছাই।মর্মান্তিক এই ঘটনা ঘটেছে দাসপুর থানার নন্দনপুর-২ গ্রাম পঞ্চায়েত এলাকার বিহারীচক গ্রামে।

ওই বাড়ির গৃহকর্তা কাশীনাথ দোলুই জানান,১২ ডিসেম্বর দুপুরে যখন তাঁর স্ত্রী উনুনে ভাত বসিয়ে অন্য কাজ করছিল সেই সময়ই উনুনের পাশের বাঁশের বেড়ায় প্রথমে আগুন ধরে।

কোনো কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তে আগুন গোটা মাটির বাড়িকে গ্রাস করে।আগুনের দুড়দাড় শব্দে পাড়ার লোক ছুটে এসে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা কর কিন্তু শেষ রক্ষা হয়নি।

কাশীনাথ বাবু জানান,আগুনের তাপ ভীষণ ছিল তাই বাড়ির ভেতরের কিছুই বের করতে পারেন নি।এই শীতে বাড়ি,পোষাক,লেপ,কম্বল সব খুইয়ে এর ওর বাড়িতেই রাত কাটাচ্ছেন কাশীনাথ বাবু ও তাঁর পরিবার।
আরও পড়ুনঃ রাঙাপানি বাজারে বিধ্বংসী আগুনে ভস্মীভূত বাড়ি
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584