দিনহাটায় আগুন তাপাতে গিয়ে অগ্নিদগ্ধ কিশোরী

0
93

মনিরুল হক,কোচবিহারঃ

আহত কিশোরী। নিজস্ব চিত্র

আগুন তাপাতে গিয়ে অগ্নিদগ্ধ হলো এক কিশোরী।মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ দিনহাটার নিগমনগর এলাকায় ওই ঘটনা ঘটেছে।পরে ঘটনার খবর পেয়ে দিনহাটা দমকল কেন্দ্র থেকে ইঞ্জিন গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।জানা গেছে,ওই কিশোরীর নাম রাধিকা বর্মণ (১৯)।

দমকল কর্মীরা উদ্ধার করে নিয়ে যাচ্ছে। নিজস্ব চিত্র

এদিন রাতে বাড়িতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে শীতের হাত থেকে বাঁচতে আগুন তাপাছিল ওই কিশোরী।তারপরে হঠাৎই তার পড়নে থাকা নাইটিতে আগুন লেগে যায়।এরপরই বাড়ির লোকেরা চিৎকার-চেঁচামেচি শুরু করতেই আশেপাশের লোকেরা ছুটে আসেন।সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দিনহাটা দমকল কেন্দ্রে।দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিভিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসেন।

নিজস্ব চিত্র

বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
আহত ওই কিশোরীর মা মিনা বর্মণ জানান, রাতে খাওয়া দাওযার পর আগুন তাপাতে বসে। তখন মেয়ের পরনের নাইটিতে আগুন লেগে যায়। কোমরের নীচ থেকে অনেকটা পুড়ে গিয়েছে। দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে রাধিকার।

আরও পড়ুনঃ দুবরাজপুরের পর দুষ্কৃতীদের দৌরাত্ম্যে উত্তপ্ত রামপুরহাট

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here