নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
ফের বিয়ের আগের মুহূর্তেই বাড়িতে গিয়ে নাবালিকার বিয়ে রুখলো বড়ঞা ব্লক ও পুলিশ প্রশাসন। শনিবার সকালেই ঘটনাটি ঘটেছে বড়ঞা ব্লকের সাটিতারা গ্ৰামে।
সূত্রের খবর ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই পল্লবী বাগদী নামের এই স্কুল ছাত্রীর বিয়ের ব্যবস্থা করেছিল তার অভিভাবকেরা। তবে শনিবার সকালে গোপন সূত্রে সেই খবর বড়ঞা ব্লক ও পুলিশ প্রশাসনের কাছে আসতেই নারী সুরক্ষা দফতরের আধিকারিকদের নিয়ে বিয়ের আগের মুহূর্তে বিবাহ আসরে হানা দেয় বড়ঞা থানার পুলিশ ও সিনি’র কর্মকর্তারা।
আরও পড়ুনঃ মিশন নির্মল বাংলা অভিযানে ডোমকল পৌরপিতা,এস.ডি.পিও
পরে নাবালিকা ছাত্রীর বিয়ে বন্ধের নির্দেশ দিয়ে তার অভিভাবকের কাছে একটি মুচলেখা লিখিয়ে নেওয়া হয় এবং ওই ছাত্রীকে পড়াশুনো করানোর আবেদনের পাশাপাশি ১৮ বছরের পর ওই ছাত্রীর বিয়ে দেওয়ার নির্দেশ দেয় বড়ঞা ব্লক ও বড়ঞা থানার পুলিশ প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584