নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
ফের জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়লো সরকারি বাস।রবিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের দিঘা- নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের উপরে, কাঁথি থানার ছত্রধরা এলাকায়।তবে দুর্ঘটনায় হতাহতের কোন খবর নেই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহন নিগমের একটি যাত্রীবাহী বাস জাতীয় সড়ক ধরে কাঁথি থেকে দিঘার দিকে যাচ্ছিল।পাশাপাশি একই অভিমুখে একটি ৪০৭ টেম্পোও বাসের সমান্তরালে বেপরোয়া গতিতে যাচ্ছিল।অভিযোগ, ছত্রধরার কাছে ওই ৪০৭ টেম্পোটি ইন্ডিকেটর বা সিগন্যাল না দিয়েই হঠাৎই রাস্তার ডানদিকে ঘুরিয়ে এক বেসরকারি গোডাউনে ঢুকে পড়ে।এরপর সরকারি বাসের চালক সটান ব্রেক কষে।কিন্তু বাসটি সোজাসুজি ঘাতক টেম্পোর পেছনে ধাক্কা মারে।বাসের সামনের দিকের অংশ পুরোপুরি ক্ষতিগ্রস্থ হয়েছে।
পাশাপাশি স্টিয়ারিং লক হয়ে যাওয়ায় জেরে মাঝ রাস্তায় গাড়ির আটকে যায়।কিন্তু অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর।কিন্তু ওই বাস চালকের অল্প-বিস্তর চোট লেগেছে।
আরও পড়ুনঃ নামাজরত অবস্থায় মসজিদে কুপিয়ে হত্যা
এই ঘটনার জেরে জাতীয় সড়কে বেশকিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কাঁথি থানার পুলিশ ঘটনাস্থলে এসে ঘাতক টেম্পো ও দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে থানায় আটক করেছে।তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584