শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
রাজ্যের বেসরকারি বাস পরিষেবা সচল রাখতে মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি জানিয়ে দিলেন, লকডাউন পরিস্থিতিতে বেসরকারি বাস, মিনিবাসের ভাড়া বাড়ছে না। তবে সুরাহার জন্য আগামী তিন মাস বাস মালিকদের আর্থিকভাবে সাহায্য করবে রাজ্য। প্রত্যেক বাসমালিককে মাসে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে।
একই সঙ্গে শহরে মেট্রো পরিষেবা চালুর জন্যও রেল মন্ত্রককে চিঠি লিখবেন বলে জানিয়েছেন। ১ জুলাই থেকে রাজ্যে বাস এবং মেট্রো পরিষেবা স্বাভাবিক করতে চান তিনি। যদিও এই আর্থিক প্যাকেজেও নিজেদের অখুশির কথা ব্যক্ত করেছে বাসমালিক সংগঠনগুলি।
এদিন তিনি বলেন, ‘ বাসভাড়া বাড়াতে বা পারছি না। তবে ১ জুলাই থেকে তিনমাস ৬ হাজার বাস মিনিবাস মালিকদের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হবে। এর জন্য তিনমাসে রাজ্যের ২৭ কোটি টাকা খরচ হবে।’
আরও পড়ুনঃ ২ জায়গায় করোনা পরীক্ষায় পৃথক রিপোর্ট, ৬ হাসপাতাল ঘুরে এনআরএসে মৃত্যু রোগীর
অবশ্য মুখ্যমন্ত্রী এই সমস্যার জন্য কেন্দ্রকেই দায়ী করেছেন। তিনি বলেন, ‘কেন্দ্র একের পর এক জিনিসের দাম বাড়াচ্ছে। হু-হু করে পেট্রোল-ডিজেলের দাম বাড়াচ্ছে। কোথাও কোথাও পেট্রোলের চেয়ে ডিজেলের দাম বেশি হয়ে গিয়েছে। এটা কেন হচ্ছে, বুঝতে পারছি না। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। তবে বাসভাড়া বাড়াতে আমি পারছি না। তাই এই ভর্তুকির সিদ্ধান্ত।’
আরও পড়ুনঃ করোনার খাতিরে বিধানসভার আগে শেষ ২১ জুলাই বাতিল করে বিজেপিকে বার্তা মমতার
কিন্তু বেসরকারি বাসমালিক সংগঠনগুলি এই ঘোষণায় আদৌ খুশি নয়। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ এই ঘোষণা শুধু কলকাতার বাস মালিকদের জন্য করা হয়েছে। কিন্তু আমাদের জেলার বাসগুলো কি দোষ করল? তাঁরা সবাই আমাদের সদস্য। তাছাড়া আমাদের প্রত্যেকদিন বাস চালাতে খরচ হয় ১২ হাজার টাকা। সুতরাং ১৫ হাজার টাকায় আমাদের কী হবে? আমাদের এখন প্রত্যেকদিন ৬ হাজার টাকা করে আর্থিক ক্ষতি হচ্ছে। সেই ক্ষতিপূরণ কে পূরণ করবে?
তার ওপর পেট্রোল, ডিজেলের দাম টানা ২০ দিন ধরে ঊর্ধ্বগামী। এই পরিস্থিতিতে বাসভাড়া না বাড়ালে আমাদের পক্ষে বাস চালানো সম্ভব নয়। আগামী রবিবার আমরা নিজেদের মধ্যে বৈঠকে বসছি, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584