শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
বাসের মধ্যে আচমকাই প্রচন্ড কাশতে কাশতে অসুস্থ হয়ে পড়েছিলেন এক মহিলা। করোনার প্রাথমিক উপসর্গ মনে করে মানবিকতা দেখালেন বাস চালক। ধর্মতলা স্ট্যান্ডে বাস চলে এলেও পুলিশের পরামর্শেই তিনি বাস নিয়ে সোজা চলে যান বেলেঘাটা আইডি হাসপাতালে।
হাসপাতালে এসেও তিনি নামতে রাজি না হওয়ায় ঘটনাস্থলে আসে বেলেঘাটা থানার পুলিশ। এদিকে বেলেঘাটা আইডি হাসপাতালে জায়গা না থাকায় তাঁকে অ্যাম্বুল্যান্সে করে এমআরবাঙুর হাসপাতালে ভর্তি করানো হয়।
আরও পড়ুনঃ লকডাউনে মানবিক পুলিশ! মধ্যরাতে অন্তঃসত্ত্বাকে নিজেদের গাড়িতে পৌঁছে দিল হাসপাতালে
বৃহস্পতিবার দুপুরে আচমকা এই বাসে ওই মহিলা যাত্রী কে নিয়ে আসায় বেলেঘাটা আইডি চত্বরে হুলস্থুল পড়ে যায়। বাসচালক জানিয়েছেন, পুলিশের অনুমতিতেই তিনি একটি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এসবিএসটিসি) বিশেষ বাসে করে ভিন্রাজ্যের কিছু শ্রমিক এবং আসানসোলের কয়েক জন বাসিন্দাকে বুধবার নিয়ে গিয়েছিলেন।
আসানসোলে ওই যাত্রীদের নামানোর পর এ দিন সকালে কলকাতায় ফেরার কথা ছিল। সেই মতো এ দিন সকাল ৮ টা নাগাদ আসানসোল থেকে তিনি বাস নিয়ে রওনা হন। তার মধ্যেই বরাকর থানার পুলিশ এসে ওই মহিলাকে একটি বাসে তুলে দেয়। জানানো হয়, ওই মহিলা কলকাতার বেহালায় থাকেন। তাঁকে যেন ধর্মতলায় নামিয়ে দেওয়া হয়।
কিন্তু আসানসোল থেকে ধর্মতলা আসার সময় ওই মহিলা ক্রমাগত কাশতে কাশতে কষ্ট পাচ্ছেন। এমনকি ধর্মতলা পৌঁছানোর পরেও ওই মহিলা যাত্রী কিছুতেই নামতে চাননি। কি করবেন বুঝতে না পেরে বাসচালক সেই এসবিএসটিসি-র এক কর্তাকে বিষয়টি জানান। খবর দেওয়া হয় ময়দান থানায়। এরপরই পুলিশ তাকে বেলেঘাটা আইডি নিয়ে যাওয়ার পরামর্শ দেয়।
বেলেঘাটা আইডি হাসপাতালে গিয়ে ওই মহিলা নামতে না চাওয়ায় বেলেঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এদিকে বেলেঘাটা আইডি থেকে অ্যাম্বুল্যান্স করে ওই মহিলাকে এম আর বাঙুর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এর পর বেলেঘাটা আইডি হাসপাতালে যাওয়া ওই বাসে জীবাণুনাশক স্প্রে করা হয়। হাসপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল রয়েছেন ওই মহিলা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584