রাজ্যে বাড়ছে না বাসভাড়া

0
72

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

রাজ্যবাসীর জন্য সুখবর। বাড়ছে না বাস ভাড়া। জানালেন পশ্চিমবঙ্গের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। পিটিআই সূত্রে খবর, বেসরকারি বাসমালিক সংগঠনগুলির বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব গ্রহণ করবে না রাজ্য সরকার।

Bus fare | newsfront.co
প্রতীকী চিত্র

শনিবার পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ‘এই কঠিন সময়ে মানুষের ওপর আর চাপ বাড়াতে চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই গণপরিবহণের ভাড়া বৃদ্ধির প্রস্তাব মানা হবে না।‘ তিনি আরও জানান, এখন থেকে কলকাতা ও রাজ্যের বিভিন্ন জায়গায় পর্যাপ্ত পরিমাণে সরকারি বাস চালানো হবে। রেড ও অরেঞ্জ জোনে সকাল ৭টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত চলবে বাস। গ্রিন জোনে ২৪ ঘণ্টা চালু থাকবে পরিষেবা। ইতিমধ্যেই কলকাতার ১৫টি রুটে সরকারি বাস চলাচল শুরু হয়েছে।

আরও পড়ুনঃ অর্জুনের এনকাউন্টারের আশঙ্কা, জবাব চাইলেন ধনখড়

চলতি সপ্তাহতেই নবান্নে পরিবহণ দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে বেসরকারি বাসমালিকদের সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। ওই বৈঠকে সামাজিক দূরত্ব মেনে বাস চালাতে গেলে কলকাতায় বাসের ন্যূনতম ভাড়া ২০ টাকা করতে হবে বলে দাবি জানান তাঁরা। পরের প্রতি ধাপে ৫ টাকা করে ভাড়া বাড়ানোর প্রস্তাব দেয় সংগঠনটি।

যার ফলে ৩ গুণ ভাড়া বৃদ্ধি হওয়ার কথা ছিল বাসে। সোশ্যাল ডিস্ট্যান্সিং-এর কথা মাথায় রেখে ২০জন যাত্রী নিয়ে বাস চালানো হবে বলে জানান বাসমালিকরা। আর সেই কারণেই ভাড়া বাড়ানোর কথা বলেছিলেন তাঁরা। এরপর আজ ভাড়াবৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যান করেন রাজ্যের পরিবহণমন্ত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here