শহীদ-সমাবেশের বাস দূর্ঘটনাগ্ৰস্ত

0
123

বদরুল আলম, হুগলী :

আজ ভোর চারটের সময় হুগলী জেলার সিঙ্গুর সংলগ্ন দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর রতনপুরে ২১শে জুলাই সমাবেশে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ল একটি তৃণমূল কর্মী-সমর্থক বোঝাই বাস । নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে তৃণমূল কর্মী-সমর্থক বোঝাই একটি বাস। ঘটনায় আহত হয়েছেন ১৮ জন।

জানা গেছে , আজ ২১ জুলাই। তৃণমূলের শহিদ দিবস। এই সমাবেশে যোগ দেওয়ার জন্য ৭০ কর্মী-সমর্থককে নিয়ে বাঁকুড়ার খাতড়া ঝিলমিল থেকে কলকাতায় যাচ্ছিল বাসটি।
আহতদের সঙ্গে সঙ্গে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। আর বাকিদের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছয় সিঙ্গুর থানার পুলিশ। এরপর দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করে তারা। এদিকে, ঘটনার পরই পলাতক বাসের চালক। পুলিশের প্রাথমিক অনুমান, চালক ঘুমিয়ে পড়ার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারে বাসটি।

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থানে উপস্থিত হন হরিপালের বিধায়ক বেচারাম মান্না। ঘটনাস্থানে এসে উদ্ধারকাজে হাত লাগান। এছাড়া, রতনপুর ব্রিজের নিচে অস্থায়ী ক্যাম্প বানানো হয়েছে। সেখানেই বাসের অন্য যাত্রীদের রাখা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here