রাজ্যের নন-কনটেনমেন্ট জোনে চলবে বাস, গুনতে হবে তিনগুণ বর্ধিত ভাড়া

0
174

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

কিছুদিন আগেই রাজ্যে পরিবহণ সচল করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছিলেন, অরেঞ্জ জোনের নন কনটেনমেন্ট এলাকায় ২০ জন যাত্রী নিয়ে চলবে বাস-মিনিবাস। কিন্তু আগের মতো ভাড়ায় এত কম যাত্রী নিয়ে বাস চালাতে নারাজ ছিলেন গণপরিবহণের সঙ্গে যুক্ত শ্রমিকরা। অবশেষে তাদের দাবি মেনে নিল সরকার। সূত্রের খবর আগামী সপ্তাহ থেকেই আগের তুলনায় তিনগুণ বেশি ভাড়ায় রাজ্যে চালু হতে চলেছে বাস মিনিবাস।

Transportation | newsfront.co
প্রতীকী চিত্র

সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত মিলবে বাসের পরিষেবা। প্রায় দু’মাস পর ৪৩ হাজার বাস রাজ্যজুড়ে ফের রাস্তায় নামবে। প্রায় ৮০% পথে নামবে বেসরকারি বাস। তবে বাসের ন্যূনতম ভাড়া হবে ২৫ টাকা। সর্বাধিক ভাড়া হবে ৫০ টাকা। প্রতি দু’কিলোমিটারে ভাড়া ৫ টাকা হারে বাড়বে।

আরও পড়ুনঃ জেলাপ্রশাসনের সাথে ভিডিও কনফারেন্স বৈঠক পঞ্চায়েতমন্ত্রীর

রাজ্যে মোট মিনিবাসের সংখ্যা ৩ হাজার । তার সবটাই পথে নামবে বলে জানা গেছে। মিনিবাসের ক্ষেত্রে ন্যূনতম ভাড়া হবে ৩০ টাকা। প্রতি কিলোমিটারে এই ভাড়া ১০ টাকা হারে বাড়বে। তবে কোনও কনটেনমেন্ট জোনে বা কনটেনমেন্ট জোন ছুঁয়ে বাস যাবে না, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। সেই জন্য প্রয়োজনে বাসের রুট বদল করা হবে।

মঙ্গলবার মুখ্যমন্ত্রীর কথাতেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে বাস ভাড়া বাড়তে চলেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বেসরকারি বাসের ভাড়া কি হবে, তা তারা নিজেরা ঠিক করবেন। যারা সেটা ব্যয় করতে পারবেন তারাই উঠবেন বাসে। এই বিষয়েদু-একদিনের মধ্যেই রাজ্যের পরিবহনমন্ত্রী বাস মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করবেন। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here