উদাসীন প্রশাসন, ফালাকাটায় ফুটপাত দখল মুক্ত করতে পথে ব্যবসায়ী সমিতি

0
72

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

ফুটপাথ মুক্ত করতে বৃহস্পতিবার ময়দানে নামল ফালাকাটা ব্যবসায়ী সমিতি।ফালাকাটার ফুটপাথ দিনের পর দিন দখল হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের পথ চলতে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এর ফলে বাড়ছে দুর্ঘটনা।

shop | newsfront.co
নিজস্ব চিত্র

পুলিশ প্রশাসন থেকে কোন উদ্যোগ না নেওয়ায়, ব্যবসায়ী সমিতি পথে নেমে দোকানদারদের গিয়ে বলেন ফুটপাথ ফাঁকা করে দোকানের ভেতর মালপত্র রাখতে।ফালাকাটা ব্যবসায়ী সমিতির সম্পাদক নান্টু তালুকদার বলেন, “আমরা দেখছি দোকানিরা তাঁদের দোকানের সামনে ফুটপাথ আটকে পসরা সাজিয়ে রাখে।

আরও পড়ুনঃ বালুরঘাটে সমকাজে সমবেতন সহ ১১ দফা দাবিতে ডেপুটেশন জেলা শাসককে

এর ফলে রাস্তায় যানজট বৃদ্ধি পাচ্ছে, ফলে দুর্ঘটনা ঘটছে। আজ আমরা সকল দোকানদারদের বুঝিয়ে বলি।তারা যেন দোকানের ভেতরই তাঁদের মালপত্র রাখে।

আরও পড়ুনঃ বালুরঘাটের নয়া পৌর প্রশাসক বোর্ডের প্রতি অসন্তোষ প্রকাশ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের

সকল দোকানদার আমাদের সহযোগিতা করেছে। আমরা ফালাকাটার যানজটের বিষয়টি নিয়ে ট্রাফিক পুলিশকেও জানাব তারা যেন বিষয়টা দেখেন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here