নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

ভাদুরিয়াপাড়া বাজার ব্যবসায়ী সমিতি কমিটির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে এলাকার গরীব দুঃস্থ মানুষের মধ্যে মশারি বিতরণ এবং পুলিশ আধিকারিকদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হল ভাদুরিয়াপাড়া বাজার প্রাঙ্গণে। সোমবার ডোমকল, জলঙ্গি ও সাগরপাড়ার পুলিশ আধিকারিকদের পুষ্প ব্যাচ এবং মানপত্র তুলে দিয়ে সংবর্ধনা জানালেন ভাদুরিয়াপাড়া বাজার ব্যবসায়ী সমিতির কমিটির সদস্যরা। সকল আধিকারিকরা ভাদুরিয়াপাড়া বাজার কমিটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
আরও পড়ুনঃ ভগবানগোলা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ডেপুটেশন পিএমপিএআই সংগঠনের
এদিন উপস্থিত ছিলেন ডোমকল মহকুমা আধিকারিক ফারুক মোহাম্মদ চৌধুরী, ডোমকল থানার আধিকারিক শৈলেন্দ্রনাথ বিশ্বাস, ডোমকল সার্কেল ইন্সপেক্টর প্রসেন খাঁন, জলঙ্গি ও সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল কুমার দাস, শ্রী বিশ্বজিৎ হালদার সহ জলঙ্গি থানার সাব-ইন্সপেক্টর মুহাম্মদ খুরশীদ আলম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584