নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
সাত সকালেই দশ চাকা লরির ধাক্কায় প্রাণ গেল এক ব্যবসায়ীর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার ময়রাকাটাতে। মৃতের নাম অশোক পাল (৫০)। বাড়ি গড়বেতার ময়রাকাটাতে। ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার সকালে অশোক বাবু বাড়ি থেকে পায়ে হেঁটে ময়রাকাটা মোড়ে এসেছিলেন চায়ের দোকান। কাজ সেরে বাড়ি ফিরছিলেন পায়ে হেঁটেই। সেই সময় ৬০ নং জাতীয় সড়কের পাশে ময়রাকাটাতে একটি খালি দশ চাকার লরি এসে ধাক্কা মারে।
ঘটনাস্থলেই প্রাণ হারান অশোক বাবু। ঘটনার জেরে যান চলাচল বন্ধ হয়ে পড়ে জাতীয় সড়কে। স্থানীয়রা গড়বেতা থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় এবং যানজট মুক্ত করে যান চলাচল স্বাভাবিক করে। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। চালক পলাতক।
উল্লেখ করা যায় অশোক বাবুর নিজের বাড়ির সামনেই ট্রাক্টর পার্টেস দোকান রয়েছে। বাড়ির সামনেই এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584