ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
ক্রেতার কাছ থেকে সিগারেটের দাম চাওয়ায় খুন হলেন পুনের বানের রোডের ডি মার্টের কাছের চায়ের দোকানদার সন্তোষ কদম (৩২)। ঘটনার সময় দোকানে থাকা একমাত্র প্রত্যক্ষদর্শী কদমের প্রতিবেশী রাম প্রভু মোটে(৩৯) ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
জানা গেছে, রবিবার বছর একুশের চারজন যুবক কদমের দোকানে গিয়ে একজন দামি সিগারেট কিনে সিগারেটের দাম দিতে না চাইলে কদমের সাথে ওই চারজনের বচসা শুরু হয়। সময় তখন দুপুর আড়াইটে। এরপর সব মিটমাট হয়ে চলে গেলে বিকেলে আবার ওই চারজন বাইকে করে এসে কদমের সাথে ঝামেলা শুরু করে। হঠাৎ এই ঝামেলার মাঝে একজন কদমের পেটে ছুরি ঢুকিয়ে চলে যায়।
অভিযুক্ত চারজন সোমনাথ চতুর, অভিষেক কোরাডে, বিশাল শিণ্ডে ও প্রশান্ত কামসেকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুনঃ জঙ্গী সন্দেহে ধৃত আব্দুল বারির স্ত্রী জানেই না স্বামী জেহাদি
ঘটনার পর কদমকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাতে কদমের মৃত্যু হয়। দোকানে থাকা কদমের প্রতিবেশী যিনি এই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী। ওই চারজন অভিযুক্ত পালিয়ে যাওয়ার সময় তাদের মোটরবাইকের নাম্বার টুকে রাখেন তিনি এবং তার ভিত্তিতেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584