দক্ষিণ দিনাজপুরে সবলা-ক্রেতা সুরক্ষা মেলা

0
39

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

পশ্চিমবঙ্গ সরকার স্বনির্ভর দলের উন্নতিতে তৈরি করেছে আনন্দধারা প্রকল্প। আর এই স্বনির্ভর দলের মহিলাদের তৈরি জিনিসপত্র সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে আনন্দধারা প্রকল্পের অধীনে প্রতিবছর অনুষ্ঠিত হয় সবলা মেলা। এই মেলার সঙ্গে যুক্ত হয়েছে ক্রেতা সুরক্ষা দফতর। ফলে এই মেলার নতুন নাম হয়েছে সবলা এবং ক্রেতা সুরক্ষা মেলা। এই মেলাটি রাজ্যের প্রতিটি জেলাতেই অনুষ্ঠিত হয়। সেই উপলক্ষে আজ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার সবলা এবং ক্রেতা সুরক্ষা মেলা ২০২০।

নিজস্ব চিত্র

আজ সেই মেলারই উদ্বোধন হয়ে গেল। এই উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক নিখিল নির্মল, দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্ত, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান অর্পিতা ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

নিজস্ব চিত্র

এই মেলায় স্বনির্ভর দল সহ বিভিন্ন সরকারি দফতরের স্টল রয়েছে। জানা গেছে মেলাটিতে মোট ৬২ টি স্টল রয়েছে। আরও জানা গেছে ১২ থেকে ১৮ তারিখ পর্যন্ত মোট সাত দিন ধরে এই মেলা চলবে। সাত দিনব্যাপী এই এই মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকবে। এই মেলা উপলক্ষে স্বনির্ভর দলের সদস্য থেকে সাধারণ মানুষ সকলের উৎসাহ চোখে পড়ার মতো লক্ষ্য করা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here