ফ্লিপকার্টের সেল থেকে ৮ দিনে ক্রেতাদের মোট সাশ্রয় ১১,৫০০ কোটি টাকা

0
100

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

গত ৩ অক্টোবর থেকে ১০ অক্টোবর, ৮দিন ধরে চলেছে অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্টের ‘বিগ বিলিয়ন ডেজ সেল’। সেল শেষ হওয়ার পরে বিক্রির যে পরিসংখ্যান প্রকাশ করেছে সংস্থা তা দেখে চোখ কপালে উঠেছে অনেকেরই। ফ্লিপকার্টের এই সেল থেকে ক্রেতাদের মোট সাশ্রয়ের পরিমাণ ১১ হাজার ৫০০ কোটি টাকা।

Flipkart Big Billion days
ছবিঃ রয়টার্স

৮ দিনের সেলে কত স্মার্টফোন বিক্রি হয়েছে জানেন? ফ্লিপকার্ট জানাচ্ছে, সবগুলিকে পরস্পরের ওপর সাজিয়ে রাখলে দৈর্ঘ্যে ১ হাজারটি বুর্জ খলিফাও ছাড়িয়ে যাবে। সেলে যত জুতো বিক্রি হয়েছে, তার বাক্সগুলি একটার ওপর একটা সাজিয়ে রাখলে তা নাকি ছাড়িয়ে যাবে ১০০ মাউন্ট এভারেস্টের উচ্চতা। আর স্মার্টওয়াচ! প্রতি সেকেন্ডে ২ টি করে স্মার্টওয়াচ বিক্রি হয়েছে সেলে।

ইলেক্ট্রনিক্ জিনিস ছাড়াও হোম অ্যাপ্লায়েন্সও বিশাল ডিস্কাউন্টে বিক্রি হয়েছে। ফ্লিপকার্ট জানিয়েছে এই ৮ দিনে যত সোফা বিক্রি হয়েছে তা মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতার সমান। উল্লেখ্য, স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা হল ৩৩, ১০৮ জন। এছাড়া যত পরিমাণ ম্যাট্রেস বিক্রি হয়েছে তা দিয়ে ঢেকে যাবে ২৫ টি ফুটবল স্টেডিয়াম।

আরও পড়ুনঃ দেশজোড়া কয়লা সংকটে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে তড়িঘড়ি ব্যবস্থা কেন্দ্রের

এখানেই শেষ নয়, এবার আসা যাক খাদ্যসামগ্রীতে। ফ্লিপকার্ট জানাচ্ছে, ২ ঘণ্টায় বিক্রি হওয়া চা পাতা দিয়ে পঞ্চাশ লক্ষ কাপ চা তৈরি করা যাবে। ২ ঘণ্টায় ১.২ লক্ষ চকোলেট বার বিক্রি হয়েছে। ২ ঘণ্টায় বিক্রি হওয়া রান্নার তেল দিয়ে ৯ লক্ষ প্লেট ফ্রেঞ্চ ফ্রাই ভাজা যাবে। আটা এবং ডাল বিক্রির যে পরিসংখ্যান ফ্লিপকার্ট দিয়েছে তা শুনে আঁতকে উঠে চেয়ার থেকে পড়ে যাওয়ার মত অবস্থা হয়েছে অনেকের। ফ্লিপকার্টের দাবি, আটা ও ডাল বিক্রির পরিমাণের মোট ওজন ১৫ টি নীল তিমির ওজনের চাইতেও ঢের বেশি।

আরও পড়ুনঃ দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে অতিরিক্ত কোভিড টিকা দেওয়ার পরামর্শ হু-এর

আর হ্যাঁ, এগুলো সংস্থার তৈরি মিথ্যে গল্প ভাবার কোন কারণ নেই। পরিসংখ্যান বেশি দেখিয়ে সংস্থার লাভ নেই কারণ আয়কর দপ্তর ছেড়ে কথা বলবে না। কম জিনিস বিক্রি করে বেশি পরিমাণ কর দিতে কোন সংস্থা দিতে চাইবে!

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here