স্পোর্টস ডেস্কঃ
রূপকথার প্রত্যাবর্তনই বটে।দুবছর পর
আইপিএলে নেমে ফেরার পর তারা কতোটা কী করতে পারবে, এ নিয়ে সন্দিহান ছিল অনেকেই। কিন্তু রূপকথার গল্প লিখে চেন্নাইয়ে জিতে নিলো একাদশতম আইপিএল শিরোপা। আর সেই প্রত্যাবর্তনের প্রধান কারিগর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া শেন ওয়াটসন।
প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংসের সামনে ১৭৯ রানের লক্ষমাত্রা রাখে সানরাইজার্স হাইদ্রাবাদ।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই ১৩ রানে ওপেনার শ্রীবৎস গোস্বামীকে হারায় তারা।তারপর দ্বিতীয় উইকেটে ৫১ রানের জুটি গড়েন শিখর ধাওয়ান ও অধিনায়ক কেন উইলিয়ামসন। দলীয় ৬৪ রানে রবিন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে ফেরেন শিখর ২৬ রান করে।সাকিব করেন ১৫ বলে ২৩ রান। অধিনায়ক উইলিয়ামসন ৪৭ রান করে যান। ২৫ বলে ৪৫ রানের ঝড় শেষে অপরাজিত থাকেন ইউসুফ পাঠান।
জবাবে ব্যাট করতে নেমে ডু-প্লেসি ১০ রান করে বিদায় নিলেও অসাধারণ এক ইনিংস খেলে এবারের আইপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ওয়াটসন। এই জয়ে তিনি ৫৭ বলে ১১৭ রান করে অপরাজিত থাকেন।
ওয়াটসনকে দারুণ সঙ্গ দেন সুরেশ রায়না। তিনি ২৪ বলে করেন ৩২ রান। ১৯ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন আম্বাতি রাইডু। ওয়াটসনের অসাধারণ ব্যাটিংয়ের উপর ভর করেই মূলত তৃতীয় আইপিএল শিরোপা জিতলো চেন্নাই।
তবুও হাইদ্রাবাদের হয়ে অসাধারণ বোলিং করেন রশিদ খান। চার ওভারে মাত্র ২৪ রান দেন তিনি। এর মধ্যে একটি মেডেনও আছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584