আসছে ‘ব্যাপিকা বিদায়’

0
490

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

byapika biday | newsfront.co

ছোটপর্দায় চলছে মঞ্চসফল বাংলা নাটকের সম্প্রচার। জলসা মুভিজ অরিজিনালস-এ দেখানো হচ্ছে জনপ্রিয় সব বাংলা নাটক, যে নাটকগুলি এক সময় মঞ্চ মাতিয়েছে আবার বড়পর্দার জন্যও তৈরি হয়েছে। ইতমধ্যেই সম্প্রচারিত হয়েছে ‘অ্যান্টনি কবিয়াল’।

Bidipta Chakraborty | newsfront.co
মিসেস পাকরাশির চরিত্রে বিদীপ্তা চক্রবর্তী

এবার পালা ‘ব্যাপিকা বিদায়’ নাটকের। মজাদার এই নাটকে ফেমিনিস্ট শাশুড়ির ভূমিকায় বিদীপ্তা চক্রবর্তী। শাশুড়ি পাকরাশির মতে, সকল মেয়ের তার স্বামীকে পরিচালনা করা উচিত। ওদিকে তার নিজের মেয়ে মিনি একেবারে পতিব্রতা রমণী। সে তার বর পুষ্পবরণ রায়ের কথা অমান্য করে না। সুখের সংসার তাদের।

আরও পড়ুনঃ এক্সক্লুসিভ ইন্টারভিউঃ হ্যালো, সোহিনী ম্যাডাম…

Prantik Banerjee | newsfront.co
জামাইয়ের চরিত্রে প্রান্তিক ব্যানার্জি
Ananya Sengupta | newsfront.co
মেয়ে মিনির চরিত্রে অনন্যা সেনগুপ্ত

আরও পড়ুনঃ লিলির গানে মুগ্ধ ‘সড়ক -২’ খ্যাত সমিধ-ঊর্ভী

এরপর যখন পুষ্পবরণের শাশুড়িমাতার আগমন ঘটে মেয়ের বাড়িতে, তখনই জমে ওঠে খেলা। মেয়েকে নিজের চিন্তাভাবনার কথা এবং তা পালন করার কথা জানায় সে। এরপর কী হয় সেটাই দেখার।
মিনির চরিত্রে অনন্যা সেনগুপ্ত, জামাই পুষ্পবরণের চরিত্রে প্রান্তিক ব্যানার্জি, মিসেস পাকরাশির চরিত্রে বিদীপ্তা চক্রবর্তী।

মজাদার এই নাটকটি দেখানো হবে জলসা মুভিজ ও জলসা মুভিজ এইচ ডি ‘জলসা মুভিজ অরিজিনালস’-এর প্ল্যাটফর্মে ২২ নভেম্বর রবিবার দুপুর ২ টোয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here