নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
বাংলা টেলিভিশনের পর্দায় আসছে ধারাবাহিক ‘ব্যারিস্টার বাবু’। বাংলায় ডাবিং হয়ে আসছে এই ধারাবাহিক। একটা সময় ছিল যখন মেয়েদের কণ্ঠ ছিল মূল্যহীন। তাদের কথা বলতে দেওয়া হত না। সেই সময়ের প্রেক্ষাপটেই ধারাবাহিক ‘ব্যারিস্টার বাবু’।
আট বছর বয়সি বন্দিতার বিয়ে হয় ষাট বছর বয়সি এক বৃদ্ধর সঙ্গে। এক করুণ পরিণতি যখন বন্দিতার সামনে তখন তার ভাগ্য জুড়ে যায় ব্যারিস্টার অনিরুদ্ধর সঙ্গে। এরপর বন্দিতার জীবন যায় পাল্টে। সে গর্জে ওঠে সমাজের কুসংস্কার, প্রচলিত কিছু ট্যাবু আর অন্যায়ের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ হইচই-তে হৈ হৈ করে আসছে ‘ব্রহ্মদৈত্য’
বন্দিতা এবং অনিরুদ্ধর হাত ধরে কি পাল্টাবে সমাজের চিরাচরিত নিয়মকানুনগুলি, যেগুলি সম্পূর্ণভাবে যুক্তিহীন? বন্দিতার চরিত্রে অরা ভাটনগর, অনিরুদ্ধর চরিত্রে প্রবিষ্ট মিশ্র, সুমতীর চরিত্রে অ্যারিনা দে। রয়েছেন আরও অনেকে। ১৪ সেপ্টেম্বর থেকে সোম থেকে শনি সন্ধে ৭ টায় কালারস বাংলা চ্যানেলে দেখা যাবে ‘ব্যারিস্টার বাবু’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584