অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
শেষ হল ফুটবলের কোচিং ‘সি’ লাইসেন্স পরীক্ষা ১১ আজ সোনারপুরে জ্যোতির্ময়ী পাবলিক স্কুলে সুষ্ঠুভাবে শেষ হল এই কোচিং ‘সি’ লাইসেন্স কোর্সের পরীক্ষা। আইএফএ-র উদ্যোগে হল এই লাইসেন্স প্রদান।গত বছর ২০২০ সালে বর্ধমানের মেমারিতে ৪-১০ ফেব্রুয়ারি এই ‘সি’ লাইসেন্স কোর্সের ফার্স্ট মডেল শুরু হয়েছিল।
পরে আর করোনার কারণে দ্বিতীয় পর্যায়ে সেটা হয়নি। তবে হাল ছাড়েননি আইএফএ সচিব। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বাকি থাকা সেকেন্ড মডেল শেষ হল ২৭-৩১ জানুয়ারি ২০২১ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুরে।
আরও পড়ুনঃ বিরাটকে আউট করার রাস্তা খুঁজে পাচ্ছেন না মইন
এবারের এই কোচিং কোর্সে মোট ২০ জন পরীক্ষা দিলেন। এদের মধ্যে ছিলেন বাংলা ও দুই প্রধানে খেলা দুই গোলরক্ষক গোপাল দাস ও অভ্র মন্ডল। বাংলা ছাড়াও কেরল, চেন্নাই ও তামিলনাড়ু থেকেও এই কোচিং কোর্স করতে সোনারপুরে এসেছেন বেশ কয়েকজন। তামিলনাড়ু থেকে এক মহিলাও আসেন ।
প্রাক্তন আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় নিয়ম করেছিলেন, কলকাতা প্রিমিয়ার ডিভিশনে কোচিং করতে হলে কোচেদের ‘সি’ লাইসেন্স থাকতেই হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584