ইউপিএ থেকে অব্যাহতি পেলেন সিএএ আন্দোলনকর্মী অখিল গগৈ

0
149

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ বিরোধী আন্দোলন চলাকালীন হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে অভিযুক্ত আসামের শিবসাগর বিধানসভার বিধায়ক অখিল গগৈয়ের বিরুদ্ধে ইউএপিএ ধারায় দায়ের হওয়া দুই মামলার মধ্যে একটি থেকে অব্যাহতি দিল এনআইএর বিশেষ আদালত।

akhil gogoi | newsfront.co
অখিল গগৈ। ছবি: ফেসবুক

কৃষক মুক্তি সংগ্রাম সমিতি নামক সংগঠনের কর্মী হিসেবে সেই সময় তিনি পরিচিত ছিলেন। পূর্ব আসামের ছাবুয়া থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে ইউএপিএ মামলা থেকে মঙ্গলবার এনআইএর বিশেষ আদালতের বিচারপতি প্রাঞ্জল দাস তাঁকে অব্যাহতি দেন। তবে তাঁর আরও তিন সঙ্গীর মধ্যে দুজন অব্যাহতি পেলেও তৃতীয় সঙ্গী ভাস্করজ্যোতির বিরুদ্ধে আদালত আইপিসির ধারা অনুযায়ী অবৈধ অস্ত্রসহ জমায়েতের অভিযোগ আনে।

আরও পড়ুনঃ রামমন্দিরের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে লক্ষাধিক টাকার প্রতারণা

আসামের চাঁদমারি থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে‌ অপর ইউএপিএ মামলা এনআইএর হাতে তুলে দেওয়া হয়। বিশেষ আদালতে জামিনের আবেদন খারিজ হওয়ার পর তিনি গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হন ২০২০ সালের আগস্ট মাসে। হাইকোর্ট তাঁর আবেদন খারিজ করলে তিনি দেশের শীর্ষ আদালতে আবেদন করেন। তবে শীর্ষ আদালত এই মুহূর্তে তাঁর আবেদনে সাড়া দেয়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here