সিএএ নাগরিকত্ব আইনের সংশোধনী মাত্র, বেলুড়ে বললেন মোদী

0
45

তন্ময় মণ্ডল, কলকাতাঃ

গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাত কাটিয়েছেন বেলুড় মঠেই।

নিজস্ব চিত্র

শ্রীরামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দ কে নিবেদন করা ভোগ-প্রসাদই রাত্রের খাবার হিসেবে গ্রহণ করেছেন।

নিজস্ব চিত্র

আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন অর্থাৎ জাতীয় যুব দিবস।

নিজস্ব চিত্র

আর সেই যুব দিবসে সেখানে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বেলুড়ে প্রধানমন্ত্রী। নিজস্ব চিত্র

তাই সকাল সকালই বেলুড় মঠে যান তিনি ৷ দর্শন করেন ৷ পুজোও দেন ৷ স্বামী বিবেকানন্দের জন্মদিনে জাতীয় যুব দিবসে বক্তব্যও রাখেন মোদি ৷

নিজস্ব চিত্র

বেলুড় মঠের মঞ্চ থেকে যুব সমাজকে নতুন ভারত গড়ার স্বপ্নের কথা বলেন ৷

নিজস্ব চিত্র

একদিকে গোটা শহর জুড়ে গো ব্যাক মোদী স্লোগান ৷ ধর্মতলা মোড়ে পড়ুয়াদের ধর্না-সমাবেশ ৷

অন্যদিকে বেলুড় মঠের মঞ্চে দাঁড়িয়ে ফের সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ” সিএএ নিয়ে যুবসমাজ আলোচনা করছে ৷ যদিও অনেকেই এই বিষয়ে বিভ্রান্তির শিকার হচ্ছে ৷ সিএএ কারোরই নাগরিকত্ব কাড়বে না, বরং নাগরিকত্ব দেবে ৷ এমন নয় যে এই আইন আমরা রাতারাতি এনেছি। আমারা সবাই জানি, অন্যান্য দেশের যে কোনও ব্যক্তি যে ভারতের সংবিধানে ভরসা রাখে, বিশ্বাস করে তাঁদের জন্য এই আইন। আমি আরও একবার বলছি নাগরিকত্ব আইন নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার জন্য নয়। এটা নাগরিকত্ব দেওয়ার একটি মঞ্চ। আর সংশোধিত নাগরিকত্ব আইন শুধু আগের আইনের সংশোধনী মাত্র।”

ধর্মতলায় চলছে বিক্ষোভ। নিজস্ব চিত্র

মোদি আরও জানান, ‘বেলুড় মঠে আসা মানে তীর্থযাত্রা, বেলুড়ে আসা মানে নিজের ঘরেতে ফিরে আসা৷ স্বামী আত্মস্থানন্দের জন্য আজ আমি এ জায়গায় ৷ স্বামীজির আদর্শই এখানে টেনে আনে ৷ তাই আমাদের স্বামীজির দেখানো পথেই এগোতে হবে’৷

ধর্মতলায় চলছে বিক্ষোভ। নিজস্ব চিত্র
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here