সিএএ বিরোধী মিছিলে জনসমুদ্র শিলিগুড়িতে, দ্বিতীয় স্বাধীনতার লড়াইয়ের ডাক মমতার 

0
45

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ

 

caa protest | newsfront.co
নিজস্ব চিত্র

শিলিগুড়িতে সিএএ এবং এনআরসি’র বিরুদ্ধে মহামিছিল করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি। মাল্লাগুড়ির মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি বিজেপি সরকারের বিরুদ্ধে সিএএ এবং এনআরসি নিয়ে তার ক্ষোভ উগড়ে দেন।

caa protest1| newsfront.co
নিজস্ব চিত্র

একই সাথে তৃণমূল সুপ্রিমো বলেন, ভয়ের কিছু নেই। তিনি সকলের পাশে আছেন।সকলকে তিনি ভোটার কার্ড বানাতে বলেন।

caa protestt| newsfront.co
নিজস্ব চিত্র

এরপর শুরু হয় মহামিছিল। এদিন হিলকার্ট রোডের দু’পাশে প্রচুর মানুষ ভিড় জমান তাঁকে দেখার জন্য। অন্যদিকে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি থেকে প্রচুর তৃণমূল নেতা কর্মীরা আজকের মিছিলে যোগ দেন।

caa protest2| newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃবিশেষ ফ্যাশন শো নিয়ে হাজির দেবযানী ভট্টাচার্য

এরপর বাঘাযতীন পার্কে এসে রবীন্দ্র মঞ্চে বক্তব্য রাখেন তিনি।তিনি সকলকে ধন্যবাদ জানান পদযাত্রায় সামিল হওয়ার জন্য।এরপর তিনি বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here