ভাড়া বৃদ্ধির দাবিতে ধর্মঘটে ক্যাব-সহ ট্যাক্সি চালকরা, ভোগান্তির আশঙ্কা

0
69

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

পেট্রোল ও ডিজেলের দাম প্রতিদিনই বেড়ে চলছে। যদিও পশ্চিমবঙ্গ সরকার তার সেচ পেট্রোলে লিটার প্রতি এক টাকা ছাড় দিচ্ছে বলে ঘোষণা করছে। তা সত্ত্বেও ডিজেল পেট্রোলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ভাড়া বৃদ্ধির জন্য সোমবার ধর্মঘটের ডাক দিল অ্যাপ ভিত্তিক ক্যাব চালক ও ট্যাক্সি চালকরা।

Taxi Strike | newsfront.co
প্রতীকী চিত্র

ক্যাব ট্যাক্সি ও মিনিবাস ভাড়া বাড়ানোর দাবিতে আজ তারা একসঙ্গেই রাস্তায় নামছে না বলে জানা গেছে। ট্যাক্সি চালকদের দাবি, ট্যাক্সিতে উঠলেই সর্বনিম্ন ভাড়া ৫০ টাকা করা হোক। যা বর্তমানে ৩০ টাকা।

সপ্তাহের প্রথম কাজের দিনেই ভোগান্তির শিকার হতে পারেন সাধারণ মানুষ। আজ, সোমবার পূর্ব ঘোষণামত টানা ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করছেন অ্যাপ–নির্ভর ক্যাব চালকরা।

মূলত এতে অংশ নিয়েছেন বহুজাতিক সংস্থা ‘ওলা’ ও ‘উবের’- এর প্রায় সাত হাজার চালক। সোমবার সকাল ৭টা থেকেই ধর্মঘটের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ট্যাক্সি অপারেটার্স কো–অর্ডিনেশন কমিটি। তাদের বক্তব্য, পেট্রোল–ডিজেলের মূল্য মারাত্মক হারে বেড়েছে। কিন্তু ভাড়া একই রয়ে গিয়েছে। তাই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। ভাড়া না বাড়ালে ধর্মঘটে সামিল হবে তারা।

আরও পড়ুনঃ মেনকার ফ্ল্যাটে সিবিআই, মঙ্গলবার মুখোমুখি হবে রুজিরা

তবে একেবারে যে রাস্তায় আজ ওলা–উবের থাকবে না তা নয়। ধর্মঘটে অংশ নিয়েছেন মোট ৭ হাজার চালক। বাকি ১৩ হাজার চালক থাকছে রাস্তাতেই। কিন্তু গাড়ি না পাওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। পাশাপাশি ভাড়া বাড়ানোর দাবিতে আজ রাস্তায় নামছে না ট্যাক্সিও।

আরও পড়ুনঃ গণতন্ত্র এখন নতুন চ্যালেঞ্জ ও বিপদের সম্মুখীনঃ রাম মাধব

এর পাশাপাশি একই কারণে কলকাতায় আজ থেকে মাত্র দুশো মিনিবাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে মিনিবাস মালিক ও চালকদের সংগঠন। একদিকে, ওলা–উবের–ট্যাক্সির ধর্মঘট। আর তার সঙ্গে মিনিবাস রাস্তায় কম নামলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে বলেই মনে হচ্ছে।

লকডাউনের আগে সাড়ে ৮০০ মিনিবাস চলত কলকাতার রাস্তায়। আনলক পর্বে তা কমে হয় সাড়ে ৪০০। আর এবার জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে রাস্তায় নামতে চলেছে মাত্র ২০০ মিনিবাস। সব মিলিয়ে সপ্তাহের প্রথম দিনে কলকাতায় রাস্তায় ট্যাক্সি, ওলা, উবের ও মিনিবাস না পেয়ে ভোগান্তির একশেষ নিত্য যাত্রীদের, বলে খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here