রাষ্ট্রপতির সম্মতিতে নাগরিকত্ব (সংশোধনী) বিল ২০১৯ আইন হিসাবে কার্যকর হলো

0
139

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

বিতর্কিত নাগরিক সংশোধনী বিল রাষ্ট্রপতির সম্মতিতে নাগরিকত্ব (সংশোধনী) আইন ২০১৯ হিসাবে স্বীকৃতি পেল।

চিত্র সৌজন্যঃ এনডিটিভি

বৃহস্পতিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লোকসভা এবং রাজ্যসভায় পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯-কে আইনে রূপান্তরিত করতে তাঁর সম্মতি প্রদান করেছেন।

বিতর্কিত আইনটিতে প্রতিবেশী তিনটি দেশ থেকে মুসলমান ব্যতীত অন্য অভিবাসীদের নাগরিক হিসাবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি অনুসারে বৃহস্পতিবার এই আইনটি অফিসিয়াল গেজেটে প্রকাশের মাধ্যমে কার্যকর করা হয়।

চিত্র সৌজন্যঃ অল ইন্ডিয়া রেড়িও টুইটার
চিত্র সৌজন্যঃ অল ইন্ডিয়া রেড়িও টুইটার

এই আইন অনুসারে হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা ৩১ ডিসেম্বর ২০১৪ সালের আগে পর্যন্ত পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ভারতে এসেছেন তারা আর অভিবাসী হিসাবে গণ্য হবেন না,তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here