ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
বিতর্কিত নাগরিক সংশোধনী বিল রাষ্ট্রপতির সম্মতিতে নাগরিকত্ব (সংশোধনী) আইন ২০১৯ হিসাবে স্বীকৃতি পেল।
বৃহস্পতিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লোকসভা এবং রাজ্যসভায় পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯-কে আইনে রূপান্তরিত করতে তাঁর সম্মতি প্রদান করেছেন।
Citizenship (Amendment) Bill gets assent of President, becomes Act: Notification
— Press Trust of India (@PTI_News) December 12, 2019
বিতর্কিত আইনটিতে প্রতিবেশী তিনটি দেশ থেকে মুসলমান ব্যতীত অন্য অভিবাসীদের নাগরিক হিসাবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
President Ram Nath Kovind gives his assent to The Citizenship (Amendment) Act, 2019. pic.twitter.com/RvqZgBjhis
— ANI (@ANI) December 12, 2019
একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি অনুসারে বৃহস্পতিবার এই আইনটি অফিসিয়াল গেজেটে প্রকাশের মাধ্যমে কার্যকর করা হয়।
President Ram Nath Kovind gives his assent to #CitizenshipAmmendmentBill2019. pic.twitter.com/xa4Q934zcn
— All India Radio News (@airnewsalerts) December 12, 2019
এই আইন অনুসারে হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা ৩১ ডিসেম্বর ২০১৪ সালের আগে পর্যন্ত পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ভারতে এসেছেন তারা আর অভিবাসী হিসাবে গণ্য হবেন না,তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584