ক্যাব চালকদের বিনামূল্যে কোভিড টেস্ট, সুরক্ষা সরঞ্জামের দাবিতে আন্দোলন

0
119

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

কোভিডের প্রকোপে চালকদের সংক্রমণের আশঙ্কা ও ক্যাব সংস্থার তরফে সাহায্যের কোনও হাত বাড়িয়ে না দেওয়ার মনোভাবে এবার ফের কলকাতার রাস্তায় অ্যাপ ক্যাব বন্ধের হুমকি দিলেন অ্যাপ ক্যাব চালকেরা। তাদের ফোরামের মাধ্যমে দাবি রাখা হয়েছে, ক্যাব সংস্থাকে দায়িত্ব নিতে হবে যাতে ক্যাব চালকের বিনামূল্যে কোভিড টেস্ট করানো যায়।

Protest | newsfront.co
নিজস্ব চিত্র

সেই সঙ্গে ক্যাব সংস্থাকেই চালকদের স্যানিটাইজার, মাস্ক ও গ্লাভস সরবরাহ করতে হবে। কিন্তু ওলা বা উবের এই সব দাবি যে চট করে মেনে নেবে সে সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর তাই শহর থেকে নিজেদের গাড়ি তুলে নিতে চান ক্যাব চালকেরা।

এর আগে যাত্রীপিছু বেশি পরিমাণ টাকা পাওয়ার দাবিতে বহুদিন আগে আন্দোলনে সামিল হয়েছিলেন অ্যাপ ক্যাব চালকেরা। কিন্তু এবারে পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম।ক্যাব চালকদের মূলত চারটি সংগঠন রয়েছে। সেই চারটি সংগঠন মিলেই তৈরি হয়েছে জয়েন্ট ফোরাম। কলকাতা শহরের সব ক্যাব চালকেরা মিলে একটি জয়েন্ট ফোরাম তৈরি করেছেন। সেই ফোরামের মাধ্যমেই শুরু হয়েছে আন্দোলন।

আরও পড়ুনঃ সিলেবাস নিয়ে ক্ষুব্ধ, টুইট করে মমতার প্রতিবাদ

এই ফোরামের তরফে ইন্দ্রনীল বন্দোপাধ্যায় জানিয়েছেন যে, তাঁদের দাবি শুধুমাত্র ক্যাব সংস্থার কাছে নয়। রাজ্য সরকারের কাছেও তাঁরা নিরাপত্তা জনিত আশ্বাস চান।তাঁরা চাইছেন রাজ্য সরকার কিছু বিধি চালু করুক। যেমন সমস্ত অ্যাপ ক্যাব দুটো ভাগে ভাগ করা হোক একটা মোটা প্লাস্টিকের চাদর দিয়ে। যাতে চালকের সঙ্গে পিছনের আসনে বসা যাত্রীর কোনও স্পর্শ না ঘটে। মহামারীর নিয়মানুযায়ী চালকের পাশের আসনে কোনও যাত্রী বসবে না। কিন্তু বহু ক্ষেত্রেই অভিযোগ সেই নিয়ম অনেক চালকই মানছেন না। সেই নিয়ম যাতে ঠিকঠাক ভাবে মানা হয় তা পুলিশকে দেখতে হবে।

আরও পড়ুনঃ নতুন করে রাজ্যের কনটেনমেন্ট জোনগুলিতে হওয়া লকডাউনকে সমর্থন দিলীপ ঘোষের

একটা ট্রিপ শেষ হবার পরে গাড়ি যথাযথ ভাবে স্যানিটাইজ করা হোক। অন্য ট্রিপ ধরার আগে যেন গাড়ি যথাযথ ভাবে স্যানিটাইজ করা হয়। ক্যাব সংস্থাকেই সেই স্যানিটাইজ করানোর ব্যবস্থা করতে হবে ও স্যানিটাইজার দিতে হবে চালকদের। কোনও ভাবে টাকা সরাসরি হাতে নেওয়া যাবে না। ডিজিটাল মাধ্যম ব্যবহার করতে হবে। ই-ওয়ালেট মারফত ভাড়া মেটাতে হবে। তাতে যাত্রী ও চালকদের মধ্যে সংস্পর্শ হবে না।

যদি কোনও ব্যক্তি মানে চালক কোভিড আক্রান্ত হন তার পরিবারকে অর্থনৈতিক সাহায্য করতে হবে। একই সঙ্গে ক্যাব চালকদের মেডিক্যাল ইনস্যুরেন্সের আওতায় আনতে হবে। এমনকি এই বিষয় নিয়ে ইতিমধ্যেই সাহায্য চেয়ে পরিবহণ সচিবকে তারা চিঠি দিয়েছেন। ক্যাব চালকদের এই দাবি ক্যাব সংস্থা মেনে নিলে ও ফোরামের আবেদন রাজ্য সরকার মেনে নিলে সমস্যা মিটে যাবে। না হলে পরিষেবা বন্ধের পথে তাঁদের হাটতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here