দাদা ভাইয়ের গৃহযুদ্ধকে সরিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান বাকিরা

0
101

অঞ্জন চট্টোপাধ্যায়, কলকাতাঃ

রবিবার কলকাতা ময়দানে বড় লড়াই। আদতে বিওএ নির্বাচনটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দাদা অজিত বন্দোপাধ্যায় ও ভাই স্বপন বন্দোপাধ্যায়ের। শোনা যাচ্ছে অ্যাডভান্টেজে ভাই স্বপন হলেও শেষ মুহূর্তে ঘর গোছাতে তৈরি দাদা অজিত। বিশ্বরূপদের মত ঐতিহাসিক সিএবির ভোট করে জেতা বিশ্বরূপ দে কে সচিব পদে প্রার্থী করেছেন অজিত।

leaders | newsfront.co
কোলাজ চিত্র

এমন অংকের মাঝামাঝি তার প্রতি বিক্ষুব্ধ কর্তাদের বোঝাচ্ছেন। এছাড়া তিনি ইস্টবেঙ্গল ও আইএফএর কর্তা সঙ্গে যুক্ত সেখান থেকেও ভোট টানার চেষ্টা করছেন। অন্যদিকে ভোটে খানিকটা এগিয়ে থাকা মুখ্যমন্ত্রীর ভাই স্বপন তার দাদার উদ্দেশ্যে বলেন, “আমি মুখ্যমন্ত্রীর ভাই বলে মাঠ করি না আমি চল্লিশ বছর ধরে মাঠ করি। সব অ্যাসোসিয়েশনকে ছাতার তলায় এনে সচিব হিসেবে কাজ করেছি মনে হয়েছিল সভাপতি হলে আরও বেশি কাজ করতে পারব তাই ভোটে দাঁড়ানো।“

আরও পড়ুনঃ শুভেন্দু কী করবেন তা দু-তিন দিনের মধ্যে বোঝা যাবে! প্রতিক্রিয়া মুকুলের

এদিকে স্বপন গোষ্ঠীর থেকে সহ সভাপতি পদে দাঁড়ানো দীর্ঘ দিনের অভিজ্ঞ রামানুজ মুখোপাধ্যায় জানান, “বাবুনের(স্বপন বন্দোপাধ্যায়) অধীনেই তো গত চার বছর কাজ চলেছে। সাফল্য এসেছে রাজ্য সরকার থেকে প্রত্যেক অ্যাসোসিয়েশন যে পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে সেটা আমরা আনতে সামর্থ হয়েছি। জেলার খেলা উন্নতি করছে এতো বড় করে স্টেট গেম হচ্ছে আর কি চাই। কিন্তু কিছু লোক নির্বাচন আটকানোর চেষ্টা করছে কোর্ট কেস অবধিও হল এটা বাঞ্চনীয় নয়।“

আরও পড়ুনঃ সারদা কাণ্ডে ৬ প্রভাবশালীর নাম ফাঁস করে মোদী-মমতাকে চিঠি জেলবন্দি সুদীপ্ত সেনের

স্বপন গোষ্ঠীর সচিব পদে দাঁড়ানো জহর দাস জানান, “আমরা একটা অফিস পেয়েছিলাম সুব্রত মুখোপাধ্যায় থাকাকালীন সেই অফিসটা ঢেলে সাজিয়ে সেখানে কাজ শুরু করবো আমরা।“ আগামীকাল বেসরকারি হোটেলে নির্বাচন শেষ হবে বিকাল পাঁচটায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here