নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেলো। আজকের দিনেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা প্রশাসক জগমোহন ডালমিয়া। সিএবি, বিসিসিআই ও আইসিসি তিন ক্রিকেট সংস্থার প্রধান হয়ে দায়িত্ব সামলেছেন।
ক্রিকেটকে অনেক কঠিন সময় থেকে বের করে এনেছেন সবার প্ৰিয় জগু দা। এদিন তাঁর পাঁচ বছরের মৃত্যু দিনে সিএবি তাকে স্মরণ করলো। তাঁর সন্তান অভিষেক ডালমিয়া বর্তমানে সিএবি সভাপতি।
আরও পড়ুনঃ আমিরশাহির সঙ্গে ঐতিহাসিক চুক্তি বিসিসিআইয়ের
তিনি বাবার ছবিতে মালা দিয়ে বলেন, ‘যখনই চেয়ারটাতে বসি একটা বড় দায়িত্ব চলে আসে। কঠিন পরিস্থিতিতে মনে হয় যেন বাবা আমার সঙ্গে আছে উনার আশীর্বাদ নিয়েই কাজ করছি। আজ ভারতীয় ক্রিকেটে এত টাকা সেটা আমার বাবা না থাকলে সম্ভব হতো না।’
অভিষেক ছাড়াও সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় যুগ্ম সচিব দেবব্রত দাস, কোষাধ্যক্ষ নরেশ ওঝাও ডালমিয়াকে স্মরণ করেন এদিন সিএবিতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584