পুদুচেরিতে রাষ্ট্রপতি শাসনে সিলমোহর ক্যাবিনেটের

0
65

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ram nath kovind | newsfront.co

দক্ষিণের ছোট রাজ্য পুদুচেরিতে জারি হলো রাষ্ট্রপতি শাসন। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা উপ-রাজ্যপালের সুপারিশ গ্রহণ করেছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর, এদিন সংবাদমাধ্যমকে জানান, “এখনও পর্যন্ত কোনও দল পুদুচেরিতে সরকার গড়তে এগিয়ে আসেনি। তাই উপ-রাজ্যপাল রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করেছিলেন। ক্যাবিনেট সেই সুপারিশ গ্রহণ করেছে। পুদুচেরিতে কোনও নির্বাচিত সরকার না থাকলেও যাতে রাজ্যে উন্নয়ন থমকে না যায়, তা নিশ্চিত করবে ক্যাবিনেট। উন্নয়নমূলক প্রকল্পের কাজ স্বাভাবিক ভাবেই চলবে।“

সোমবার পুদুচেরি বিধানসভায় আস্থা ভোটের নির্দেশ দেন উপ-রাজ্যপাল টি সৌন্দর্যরাজন। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা না থাকায় আস্থা ভোটের আগেই পদত্যাগ করেন কংগ্রেস-ডিএমকে জোট সরকারের মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী। তারপরেই রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেন উপ রাজ্যপাল।

রবিবার কংগ্রেসের দুই বিধায়ক ইস্তফা দেন তার ফলে সংখ্যালঘু হয়ে পড়ে কংগ্রেস সরকার। সোমবার পুদুচেরি বিধানসভায় আস্থা ভোটের শুরুতেই শাসকদলের বিধায়করা ওয়াক আউট করেন ও তখনই স্পিকার জানিয়ে দেন, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয়েছে কংগ্রেস সরকার। ভোটের মাস দেড়েক আগে পুদুচেরিতে পতন হল কংগ্রেস সরকারের।

আরও পড়ুনঃ দিল্লি দাঙ্গার এক বছর অতিক্রান্ত, অর্ধেকের বেশি মামলার তদন্ত আজও অসম্পূর্ণ

পুদুচেরি বিধানসভায় আসন সংখ্যা ৩৩ , বর্তমানে পাঁচজন সদস্য কমে গিয়েছে। তার ফলে বিধানসভায় সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ২৮। লক্ষ্মীনারায়ণ এবং ভেঙ্কটেশনের ইস্তফাপত্র গৃহীত হওয়ায় সেই সংখ্যাটা কমে হয় ২৬। কংগ্রেস সরকারের কাছে মাত্র ১২ জন বিধায়ক ছিল। অন্যান্য বিরোধী দলের সঙ্গে বিজেপির হাতে রয়েছে ১৪ জন বিধায়ক। ফলে ক্ষমতা হারালো নারায়ণস্বামী সরকার।

আরও পড়ুনঃ টুলকিট মামলায় জামিন দিশার

এপ্রিল-মে মাসে অন্য চার রাজ্যের ভোটের সঙ্গে পুদুচেরিতেও নির্বাচন হবে। তার আগে গত সপ্তাহেই কেন্দ্রীয় শাসিত পুদুচেরির এলজি কিরণ বেদীকে সরিয়ে দেয় কেন্দ্র। এবার পতন হলো সরকারের। বর্তমানে পুদুচেরির দায়িত্বভার সামলাচ্ছেন তেলঙ্গানার রাজ্যপাল টি সৌন্দরারাজন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here