নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ত্রিপুরার কোভিড হাসপাতালে একজন করে ক্যাবিনেট মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হবে যাতে চিকিৎসায় অবহেলার ফলে একটিও মৃত্যু না ঘটে।
ত্রিপুরার একমাত্র সরকারি কোভিড চিকিৎসা কেন্দ্র গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতালে একজন করে ক্যাবিনেট মন্ত্রী দায়িত্বে থাকবেন যাতে কোনোভাবেই চিকিৎসায় অবহেলার কারণে কোনো মৃত্যুর ঘটনা না ঘটে। ত্রিপুরাতে কোভিড আক্রান্তের সংখ্যা ও মৃত্যু দুইই বাড়ছে, যা দুর্ভাগ্যজনক। এই পরিস্থিতিতে চিকিৎসায় অবহেলা যাতে না হয় সেজন্য একজন করে মন্ত্রী হাসপাতালে থাকবেন। বলেছেন ত্রিপুরার আইন মন্ত্রী রতনলাল নাথ।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে চলবে আরও ৬ টি স্পেশাল ট্রেন, দেখে নিন নির্ঘন্ট
অগাস্ট মাসে তিন বছরের এক শিশুর মৃত্য হয় এবং পরিবারের তরফে অভিযোগ করা হয় শিশুটি কোভিড পজিটিভ আসার পরেও তার চিকিৎসা হয়নি এবং ডাক্তারদের অবহেলায় শিশুটির মৃত্যু হয়েছে।
বিজেপি বিধায়ক ও প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বলেন কোভিড ১৯ পরিস্থিতি সামলাতে সরকার ব্যর্থ। একা মুখ্যমন্ত্রী আর কতদিক দেখবেন যখন তাঁর নিজের দায়িত্বে রয়েছে মোট ২৮টি দপ্তর! এই পরিস্থিতিতে একজন উপযুক্ত স্বাস্থ্যমন্ত্রী প্রয়োজন যিনি শুধু এই দিকটিই বুঝবেন এবং দায়িত্বসহকারে দপ্তর পরিচালনা করবেন। প্রসঙ্গত উল্লেখ্য, সুদীপ রায় বর্মনকে গত বছর জুন মাসে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584