নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
দীর্ঘদিনের কর মেটায়নি ভারত। ফ্রান্সের আদালতে সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানায় ব্রিটেনের তেল উৎপাদক সংস্থা কেয়ার্ন এনার্জি। অনুমতি মিলতেই প্যারিসে ভারত সরকারের ২০টি সম্পত্তি অধিগ্রহণ করে কেয়ার্ন এনার্জি।
গত বছর ডিসেম্বর মাসে আন্তর্জাতিক আর্বিট্রেশন ট্রাইব্যুনালের তিন সদস্যের বেঞ্চ ভারত সরকারকে সুদ সহ মোট ১৭২, ৫ কোটি মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১২ হাজার ৬০০ কোটি টাকা, তা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু ভারত সরকার সেই নির্দেশ মানতে অস্বীকার করে। এরপর কেয়ার্ন এনার্জি নামের ওই ব্রিটিশ সংস্থা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, নেদারল্যান্ড, কানাডা সহ একাধিক দেশে মামলা করে।
ফ্রান্সের আদালত এরপর কেয়ার্ন এনার্জির আবেদন অনুযায়ী ভারত সরকারের সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি দেয়। এরপর যাবতীয় আইনি প্রক্রিয়া শেষ হতেই প্যারিসে ভারত সরকারের মোট ২০টি সম্পত্তি অধিগ্রহণ করে কেয়ার্ন।
আরও পড়ুনঃ নতুন স্বাস্থ্যমন্ত্রীর পুরোনো ভুলে ভরা টুইটের স্ক্রিনশট পোস্ট করে ট্রোল সোশ্যাল মিডিয়ায়
জানা গিয়েছে, প্যারিসে ভারতীয় সম্পত্তির অধিকাংশই ফ্ল্যাট, যেগুলিতে মূলত বিদেশে বসবাসকারী সরকারি উচ্চ পদস্থ কর্তারা ব্যবহার করেন। এই সম্পত্তিগুলির মূল্য ২ কোটি ইউরোরও বেশি। কেয়ার্ন এনার্জির পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমানে যে ভারতীয়রা ওই সম্পত্তিতে বসবাস করছেন, তাঁদের উচ্ছেদ করা হবেনা কিন্তু ভারত সরকার এই সম্পত্তি বিক্রিও করতে পারবে না।
আরও পড়ুনঃ ফেসবুকের তথ্য চুরির জন্য ২৫ টি অ্যাপকে সরাল গুগল, অ্যাপগুলি ডাউনলোড হয়েছে ২০ লাখেরও বেশি
এছাড়া গত মাসে কেয়ার্ন এনার্জি নিউইয়র্ক আদালতে যে আবেদনপত্র জমা দিয়েছে তাতে বলা হয়েছে যে , এয়ার ইন্ডিয়া ভারত সরকার দ্বারাই পরিচালিত। অতএব তাদেরও ঋণ-খেলাপি মামলায় পার্টি করা হোক।
ফ্রান্স সরকার যদিও এবিষয়ে কোন বিবৃতি দেয়নি। তবে এই বিষয়ে কেয়ার্ন জানায়, তারা ভারত সরকারের সঙ্গে গোটা বিষয়টি নিষ্পত্তি করতে চায়। একারণে এই বছরের ফেব্রুয়ারি মাসে একটি বিস্তারিত প্রস্তাবপত্রও দেওয়া হয়েছিল ভারত সরকারকে। কিন্তু ভারত সরকারের কাছ থেকে কোনও জবাব না পেয়ে তারা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584