মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
‘ভোট পরবর্তী হিংসা’ মামলার তদন্তে সিটের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর। কলকাতা ও বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন চেল্লুর। বৃহস্পতিবার বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে রাজ্য সরকার। ওই তদন্তকারী দলে ১০ জন দক্ষ আইপিএস আধিকারিক রয়েছেন। যারা রাজ্যের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন। সেই দলের চেয়ারম্যান হচ্ছেন কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর।
কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি, কেরল হাইকোর্টের প্রধান বিচারপতি এবং কর্ণাটক হাইকোর্টের প্রথম মহিলা বিচারকও ছিলেন মঞ্জুলা চেল্লুর। সেইসময় নারদা মামলাও সামলেচ্ছেন তিনি। এরপর আরও একবার গুরুদায়িত্বে চেল্লুর।
রাজ্যে ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআই-কে দিয়ে তদন্ত করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গত ১৯ অগস্ট এই মামলার রায় দেয় পাঁচ বিচারপতির বৃহত্তম ডিভিশন বেঞ্চ। খুন, অস্বাভাবিক মৃত্যু, ধর্ষণের মতো গুরুতর অপরাধের তদন্ত করবে সিবিআই এবং অপেক্ষাকৃত কম গুরুতর মামলার তদন্ত করবে সিট। চার জোনে ক্যাম্প করে তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-ও।
আরও পড়ুনঃ অধীর চৌধুরীকে কালো পতাকা-গোব্যাক স্লোগান, হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
আদালতের নির্দেশ মতো এই ভাোট পরবর্তী হিংসার মামলায় তদন্তের জন্য গঠন হয়েছে সিট। সেই সিটের তদন্তের উপর নজরদারি চালানোর জন্যই একজন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি নিয়োগের কথা ছিল। কিন্তু আপাতত সুপ্রিম কোর্টের কোনও প্রাক্তন প্রধান বিচারপতিকে পাওয়া যায়নি বলে শুক্রবার সাফ জানিয়ে দেয় হাইকোর্ট। আর ঠিক সেই কারণেই সিটের চেয়ারম্যান হিসাবে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরকে নিয়োগ করা হল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584