নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
স্কুল সার্ভিস কমিশনের নবম ও দশম শ্রেণীর নিয়োগ সংক্রান্ত সুপারিশ কমিটির বিরুদ্ধেও সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। প্যানেলে নাম না থাকা সত্ত্বেও শেখ ইনসান আলি নামে এক ব্যক্তিকে দু’বার সুপারিশের চিঠি দেয় স্কুল সার্ভিস কমিশন। সেই সুপারিশ অনুযায়ী তিনি চাকরিও করছিলেন একটি স্কুলে। সে চাকরি ইতিমধ্যেই বাতিল করেছে আদালত।
অঙ্ক ও ইতিহাস পরীক্ষায় পাশ না করেও নিয়োগের ১৭টি অভিযোগ ওঠে। নিয়োগের সুপারিশ করেছিল পাঁচ সদস্যের কমিটি। এবার তাদের ভূমিকা খতিয়ে দেখবেন সিবিআইয়ের ডিআইজি পদমর্যাদার আধিকারিক। আগামী ১৫ দিনের মধ্যে সিবিআই-কে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে আদালতে। তারপরে পরবর্তী পদক্ষেপ করবে আদালত।
আরও পড়ুনঃ ইউক্রেন থেকে পড়ুয়াদের ফেরাতে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের
নবম ও দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় নজিরবিহীনভাবে অভিযুক্তের মত কাঠগড়ায় উঠে জিজ্ঞাসাবাদের মুখে পরতে হয় স্কুল সার্ভিস কমিশনের দুই আধিকারিক শান্তিপ্রসাদ সিনহা এবং সমরজিৎ আচার্য-কে। তাঁদের জিজ্ঞাসাবাদ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরে বৃহস্পতিবার এই মামলায় নিয়োগ সংক্রান্ত সুপারিশ কমিটির বিরুদ্ধেও সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584