মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্ক :
কালীপুজোয় বাজির ব্যবহার আগেই নিষিদ্ধ করেছিল হাইকোর্ট। এরপর, কালীপুজো, ছটপুজো, জগদ্ধাত্রী পুজোতেও নিষিদ্ধ করা হল বাজির ব্যবহার। এমনকি পরিবেশবান্ধব সবুজ বাজিও এবার নিষিদ্ধ করা হল। নববর্ষ পর্যন্ত বাজির উপর থাকবে এই নিষেধাজ্ঞা। দীপাবলির আগে এমনটাই রায় দিল হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ। গতবছরও এই নির্দেশিকা বহাল রেখেছিল কলকাতা হাইকোর্ট।
দিন কয়েক আগে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের অবকাশকালীন বেঞ্চে উৎসবের মরসুমে বাজি পোড়ানো নিয়ে মামলা দায়ের হয়েছিল। সেই মামলারই শুনানি ছিল আজ শুক্রবার।
এদিন হাইকোর্টে রায় ঘোষণার সময় বিচারপতিরা বলেন, “যতদিন যাচ্ছে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। যাঁরা করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন অর্থাৎ যাঁরা করোনাজয়ী, বাজি পোড়ালে বা বাজি ফাটালে তাঁদের শ্বাসযন্ত্রের সমস্যা আরও বাড়তে পারে। আর পুলিশের পক্ষে এখনও পরিবেশবান্ধব বাজি চিহ্নিত করা সম্ভব নয়। তাই এবার রাজ্যে পরিবেশবান্ধব সহ সমস্ত রকমের বাজি নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
আরও পড়ুনঃ ৫০ শতাংশ যাত্রী নিয়ে রবিবার থেকে লোকাল ট্রেন চালুর নির্দেশ নবান্নের
কালীপুজো, দীপাবলি, জগদ্ধাত্রী পুজো, ছটপুজো, এমনকি ক্রিসমাস কিংবা নিউ ইয়ারেও বাজি ব্যবহার চলবে না। এমনই নির্দেশ দিল বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের অবকাশকালীন বেঞ্চ। ফলে প্রায় ৩৩ লক্ষ বাজি বিক্রেতা ক্ষতিগ্রস্ত হবেন। এবছর পুজো পার্বণে বাজির ব্যবহার রোখার দায়িত্ব রাজ্যের। একথা সাফ জানিয়ে দিল হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ। তবে উৎসবের মরশুমে প্রদীপ বা মোমবাতি জ্বালানোয় কোনও নিষেধাজ্ঞা নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584