মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্ক :
এবার ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। ২০২১-এর বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর ভোট পরবর্তী হিংসায় প্রায়ই অশান্ত হয়ে ওঠে বাংলা। বিরোধীদের অভিযোগ, তাদের একাধিক কর্মী-সমর্থক শাসকদলের হামলার শিকার হন। কারও কারও প্রাণ যায়। বেশ কয়েকজন মহিলা ধর্ষণের শিকার হন বলেও অভিযোগ। সেই অভিযোগের জল গড়ায় কলকাতা হাই কোর্টে। একাধিক পিটিশন জমা পড়ে আদালতে। এবার সেই ভোট পরবর্তী হিংসার ঘটনারই তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিল উচ্চ আদালত। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল, বিচারপতি হরিশ ট্যান্ডন, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সুব্রত তালুকদারের বৃহত্তর বেঞ্চে এই রায়দান হয়। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টের ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। হাই কোর্টের তরফে জানানো হয়, খুন, গণধর্ষণ, ধর্ষণের মতো ঘটনার তদন্ত করবে সিবিআই। ছ’সপ্তাহের মধ্যে জমা দিতে হবে রিপোর্ট।
অন্যদিকে, বাড়ি ভাঙচুর করা, আগুন লাগানো, মারধর করা, ঘরছাড়া করার মতো অপেক্ষাকৃত কম অশান্তির ঘটনায় সিট গঠন করার নির্দেশ দিয়েছে আদালত। সেই রিপোর্টও আগামী ছ’সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। পাশাপাশি, ভোট পরবর্তী হিংসায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584