ওয়েবডেস্ক, নিউজ ফ্রন্ট:
করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রয়োজনীয় প্রটেক্টিভ গিয়ারের মত চিকিৎসা সরঞ্জাম পাচ্ছে না দাবি করে সরকারের সমালোচনা করেছিলেন সোশ্যাল মিডিয়ায় এক চিকিৎসক। এই অপরাধে সেই চিকিৎসকের মোবাইল ফোন ও সিম কার্ড বাজেয়াপ্ত করে পুলিশ। আজ সেই ফোন ও সিম কার্ড ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
If an expression of opinion brings the government into disrepute, it cannot defend this allegation by intimidation of the person expressing the opinion by subjecting him to prolonged interrogation, threatening arrest: Calcutta HChttps://t.co/mBXB869C0S
— Live Law (@LiveLawIndia) April 2, 2020
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি আই পি মুখার্জি’র এজলাসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মামলার শুনানি হয়।
সোশ্যাল মিডিয়ায় অঙ্কোলজি বিভাগের প্রাইভেট চিকিৎসক ইন্দ্রনীল খান লেখেন যে করোনার বিরুদ্ধে যে স্বাস্থ্যকর্মীরা লড়াই করছে এমনকি যারা আক্রান্ত তারাও প্রয়োজনীয় ন্যূনতম সরঞ্জাম পাচ্ছে না। এমনকি তিনি অভিযোগ করেন প্রটেক্টিভ গিয়ারের বদলে চিকিৎসকদের রেনকোট দেওয়া হচ্ছে। তিনি প্রশ্ন করেন এই অব্যবস্থার ফলে চিকিৎসক বা নার্সরা যদি সংক্রমিত হন তাহলে আক্রান্তদের চিকিৎসা করবে কে?
সোশ্যাল মিডিয়ায় এই পোস্টের বিরুদ্ধে জনৈক ব্যক্তি দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ২৯ মার্চ ইন্দ্রনীল বাবুকে থানায় ডেকে পাঠিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় তার ফোন ও সিম কার্ড।
বুধবার তিনি পুলিশি হেনস্থার অভিযোগ সহ মোবাইল ফোন ও সিম কার্ড বাজেয়াপ্ত করার ব্যাপার নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায়ের মাধ্যমে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি হওয়া সেই মামলায় বিচারপতি আই পি মুখার্জি বাকস্বাধীনতার সাংবিধানিক অধিকারের কথা মনে করিয়ে দিয়ে পুলিশকে ফোন ও সিমকার্ড ফেরতের নির্দেশ দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584