এসএসসি সচিবকে জেলে পাঠানোর হুঁশিয়ারি হাইকোর্টের

0
124

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

২৪ ঘন্টার মধ্যে মেধা তালিকা প্রকাশ না করলে জেলে পাঠানো হবে ! এসএসসি সচিবকে হুঁশিয়ারি দিলেন হাইকোর্টের বিচারপতি রাজ শেখর মান্থার।

হাই স্কুলের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়েছে এসএসসি ।
সূত্রের খবর নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে নম্বর ভিত্তিক মেধা তালিকা প্রকাশ করেনি এস এস সি । অভিযোগকারীদের দাবি নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার জন্য তাদের নামের সাথে নম্বর ভিত্তিক মেধা তালিকা প্রকাশ করা হয়নি।

গত ২০১৬ সালে রাজ্য সরকার হাই স্কুলে নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন । ওই বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষাও হয় ২০১৬ সালে । এরপর ফলাফল প্রকাশ হয় ২০১৮ এর মার্চে । আবেদনকারীদের অভিযোগ , ২০১৬ সালের এসএসসি নিয়ম ভঙ্গ করে নম্বর ভিত্তিক মেধা তালিকা প্রকাশের আগেই নিয়োগের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন ।

আশানুরূপ ফলাফল না পাওয়ায় পরীক্ষার্থীদের একাংশ নম্বর ভিত্তিক মেধা তালিকা প্রকাশের দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন।

সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি ছিল । মামলা দায়ের হওয়ার সময়ে যিনি এসএসসি চেয়ারপারসন ছিলেন বর্তমানে তিনি নেই । তাই এদিন তাঁর হয়ে প্রতিনিধিত্ব করতে এসেছিলেন এসএসসি সচিব । আদালতে বিচারপতি রাজ শেখর মান্থার মেধা তালিকা নিয়ে সচিবকে প্রশ্ন করলে সচিব আদালতে যথাযথ উত্তর দিতে পারেননি । ক্ষুব্ধ হয়ে বিচারপতি মান্থার জানিয়ে দেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে নম্বর মেধা তালিকা প্রকাশ না করলে সচিবকে জেলে পাঠানো হবে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here