শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
পুজোর ঠিক এক সপ্তাহ আগে পুজোর অনুদান মামলার শুনানিতে পুজোর অনুমতি দেওয়া নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট। সম্প্রতি ক্লাবগুলিকে প্রত্যেক বছর বিপুল অনুদান এবং পুরোহিত ভাতা জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয় হাইকোর্টে। মামলা করেছিলেন সিটু নেতা সৌরভ দত্ত। একই সঙ্গে রাজ্যের সব বারোয়ারি পুজো বন্ধ করতে চেয়েও জনস্বার্থ মামলা দায়ের হয় হাইকোর্টে। এ দিন ছিল ক্লাবগুলোকে অনুদান দেওয়ার মামলার শুনানি।
এই মামলার শুনানিতে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, যেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে, সেখানে কি ভাবে পুজোর অনুমতি দিল রাজ্য সরকার? এছাড়াও আদালত জানতে চায়, অনুদান কি শুধু দুর্গাপুজোতেই দেয় সরকার? ঈদেও কি দেওয়া হয়েছিল? গণতান্ত্রিক ব্যবস্থায় কি এই ভেদাভেদ করা যায়?’
যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে জানানো হয়, যে টাকা ক্লাবগুলিকে অনুদান দেওয়া হচ্ছে, তা মাস্ক ও স্যানিটাইজার কিনতেই দেওয়া হচ্ছে। মূলত করোনা সুরক্ষাবিধি যাতে ক্লাবগুলি মানে, তা নিশ্চিত করতেই এই টাকা দেওয়া হচ্ছে বলেই জানায় রাজ্য সরকার।
আরও পড়ুনঃ পুজোতে শহরের ২৫ মন্ডপ ‘সুপার স্প্রেডার’ হওয়ার সম্ভাবনা! সতর্ক করলেন বিশেষজ্ঞরা
এখানে আদালত ফের প্রশ্ন করে, যে টাকা দেওয়া হচ্ছে মাস্ক-স্যানিটাইজার কেনার জন্য দেওয়া হচ্ছে, তা তো সরকার নিজেই কেন্দ্রীয়ভাবে কিনে করতে পারত। তাতে খরচ কম হতো। তা না করে ক্লাব প্রতি এত টাকা বিলি করে তা দিয়ে মাস্ক স্যানিটাইজারই কেনা হচ্ছে কি না, তা কিভাবে নজরে রাখবে প্রশাসন?
একই সঙ্গে আদালত রাজ্যের কাছে আরও জানতে চায়, ভিড় নিয়ন্ত্রণে ব্লু-প্রিন্ট কি রাজ্য সরকারের? আর সব কাজ পুলিশ করলে ক্লাবকে টাকা দেওয়ার কী যুক্তি?এই সব উত্তর আগামীকাল সরকারি আইনজীবীদের কাছে জানতে চেয়েছেন বিচারপতিরা।
আরও পড়ুনঃ আজ থেকে খুললেও শুক্রবার থেকেই সিনেমা হল চালুর ইচ্ছে মালিকদের
উল্লেখ্য, ২০১৮ সালে দুর্গাপুজো কমিটিগুলোকে ১০,০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার। এতে সংবিধানের ধর্মনিরপেক্ষতার ক্ষতি হবে এই অভিযোগ এনে তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন দুর্গাপুরের সিটু নেতা সৌরভ দত্ত। মামলার পর বয়ান বদল করে রাজ্য। জানায় যে, ট্রাফিক পুলিসের “সেফ ড্রাইভ- সেভ লাইফ” প্রোজেক্টেই এই টাকা দিচ্ছে সরকার।
আরও পড়ুনঃ বিজেপি শুধুই ভারত মাতার পুজো করে! দিলীপ মন্তব্যে দ্বন্দ্বের জল্পনা
অবশেষে, মামলায় স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। রাজ্য ও কলকাতা পুলিশের মাধ্যমে টাকা দেওয়া যাবে বলে নির্দেশ দেয় শীর্ষ আদলত। তবে এখনও সেই মামলার নিষ্পত্তি হয়নি।
এদিকে ধর্মনিরপেক্ষতাকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য পুরোহিত ভাতা দেওয়ার কথা বলা হয়। সেইসঙ্গে এবার দুর্গাপুজো কমিটিকে দেবে ৫০,০০০ টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করা হয়। আর তার জেরেই ফের মামলা এবং শুনানি। আইনজীবী সালোনি ভট্টাচার্য জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রায়ের কপি আদালতে তারা বুধবার জমা দেবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584