শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
‘কম্বাইন্ড মেরিট লিস্ট চূড়ান্ত নিয়োগ তালিকা নয়। এটা বুঝতে হবে চাকরিপ্রার্থীদের।’ ২০১২ সালের এসএসসি মামলায় বুধবার এমনই মন্তব্য করে পরীক্ষার্থীদের মামলা খারিজ করল হাইকোর্ট। স্বাভাবিক ভাবেই যা অবশ্যই স্বস্তির কারণ রাজ্যের কাছে।
এদিনের মামলায় হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা বলেন, “কম্বাইন্ড মেরিট লিস্ট চূড়ান্ত নিয়োগ তালিকা নয়। ৩৬১৪০ জনের তালিকা নিয়োগ তালিকা নয়।” তবে নিয়োগ প্রক্রিয়া নিয়ে ক্যাগ রিপোর্ট যে অস্বচ্ছতার কথা বলা হয়েছিল তা কার্যত মেনে নিয়েছে আদালত। তবে তার সঙ্গে চাকরি প্রার্থীদের মামলার কোনও যোগ নেই বলেও জানিয়ে দেওয়া হয়।
আরও পড়ুনঃ করোনা বিধির নজরদারিতে শ্রম দফতরকে আচমকা হানার নির্দেশ মুখ্যমন্ত্রীর
প্রসঙ্গত, ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর ২০১২ প্রথম এসএসসি পরীক্ষা হয়। ২০১৩ সালে সেপ্টেম্বরে তার চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ হয়। এর পরেই এসএসসি পরীক্ষার্থীরা অভিযোগ তোলেন, এসএসসি কমিশন যে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করেন তা শূন্যপদের থেকে অনেক কম চাকরি প্রার্থীর নাম আছে। মেধাতালিকাভুক্ত সকলকে চাকরি দিতে হবে।
চাকরি না পেয়ে আন্দোলন-অনশনের পথ বেছে নিয়েছিলেন অনেকেই। বিষয়টি সামাল দিতে সুপ্রিম কোর্টেও রাজ্য হলফনামা দিয়ে জানায়, সকলকে চাকরি দেওয়া হয়েছে। যদিও চাকরিপ্রার্থীরা তা মানতে চাননি। আর এ দিন মামলার রায় গেল চাকরিপ্রার্থীদের বিরুদ্ধেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584