নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
বেড়ে চলছে মামলার সংখ্যা কিন্তু সেই হারে মামলার নিষ্পত্তি হওয়া তো দূরের কথা নির্দিষ্ট সময়ের মধ্যে শুনানিই শুরু হয়নি বহু মামলার। কারণ, নেই পর্যাপ্ত সংখ্যক বিচারপতি। কেন্দ্র বিচারপতি নিয়োগ করছেনা।
নিয়ম অনুযায়ী কলকাতা হাইকোর্টে বিচারপতি থাকার কথা ৭২ জন। তার মধ্যে ৫৪ জন স্থায়ী এবং ১৮ জন অতিরিক্ত বিচারপতি থাকবেন। কিন্তু ২০২১ সালের ১ জুলাই পর্যন্ত কলকাতা হাইকোর্টে রয়েছেন মাত্র ৩১ জন বিচারপতি। তাঁদের মধ্যে ২৯ জন স্থায়ী এবং ২ জন অতিরিক্ত বিচারপতি। অর্থাৎ ৪১ জন বিচারপতির শূন্যপদ রয়েছে। শতাংশের হিসাবে যা ৫৬.৯।
এক আইনজীবী জানান,বিচারপতি কম থাকার জন্য বিচারের উপর তার প্রভাব পড়ছে। নতুন মামলা এলেও তা শুনানির জন্য অপেক্ষা করতে হচ্ছে অনেক বেশি সময়। আবার বিচারকের অভাবে মামলার নিষ্পত্তিও হচ্ছে কম। ফলে বিচারের আশায় আসা সাধারণ মানুষ পড়ছেন সমস্যায়।
আরও পড়ুনঃ পার্ক স্ট্রিটের হোটেলে বিধিনিষেধের বড়াই না করেই রাতভর পার্টি, গ্রেফতার ৩৭
কলকাতা হাইকোর্টে সর্বশেষ নিয়োগ হয়েছে ৩১ ডিসেম্বর ২০২০, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করা হয় রাজেশ বিন্দলকে।তার আগে ২০২০ সালের মে মাসে অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ করা হয়েছে অনিরুদ্ধ রায়কে।
আরও পড়ুনঃ অসমের পর এবার যোগীরাজ্যে নয়া নীতি, দু’য়ের বেশি সন্তান হলে মিলবে না সরকারি চাকরি
পদ্ধতি অনুযায়ী দেশের কোনও হাই কোর্টে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। এই বছর ফেব্রুয়ারি মাসে ৭ জন বিচারপতির নাম মোদী সরকারের কাছে সুপারিশ করেছিল ওই কলেজিয়াম। এখনও পর্যন্ত ওই তালিকা থেকে এক জনকেও কলকাতা হাই কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ করেনি কেন্দ্র।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584