গ্রেপ্তার করা যাবে না শুভেন্দুকে, কার্যত ৫ মামলায় আদালতের রক্ষাকবচ

0
58

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যুর মামলায় তাঁকে সোমবার সকাল ১১ টায় ভবানী ভবনে তলব করে সিআইডি। সিআইডির সমন এড়িয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা, তাতেই কার্যত আদালতের রক্ষাকবচ পেয়ে গেলেন শুভেন্দু, অস্বস্তিতে সিআইডি।

Highcourt reliefs Suvendu

২০১৮ সালে রহস্যজনকভাবে মৃত্যু হয় তৎকালীন তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর। সেই মৃত্যুর মামলায় সিআইডি সোমবার তলব করে অধুনা বিজেপি বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এদিন সকাল ১১ টা নাগাদ শুভেন্দুর আইনজীবী পরমজিৎ সিং পাটোয়ালিয়া কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে আবেদন করেন।

আবেদনে তিনি জানান, আদালতে বিচারাধীন মামলায় শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠিয়েছে সিআইডি, যে এফআইআর-এর ভিত্তিতে তাঁকে ডাকা হয়েছে সেটি ইতিমধ্যেই বিচারাধীন কাজেই এক্ষেত্রে অতিসক্রিয়তা দেখিয়েছে সিআইডি। বিচারপতি মান্থা তখনি মৌখিক নির্দেশে জানিয়ে দেন যে সিআইডি-র সমনে কোন সাড়া দেওয়ার প্রয়োজন নেই শুভেন্দুর।

আরও পড়ুনঃ ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জোটের পক্ষ থেকে প্রার্থী দিচ্ছে কংগ্রেস

এরপরে দুপুর ২ টোর সময় চুড়ান্ত শুনানি হয় এই মামলার। বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ মোট ৫ টি মামলায় রক্ষাকবচ দেয় শুভেন্দুকে। আদালত জানিয়েছে, কোন মামলায় গ্রেপ্তার করা যাবেনা শুভেন্দু অধিকারীকে। তিনি বিরোধী দলনেতা তাই সব সময় হাজিরা দেওয়া সম্ভব নাও হতে পারে।

আরও পড়ুনঃ ‘কোথাও থেকে ১০ পয়সাও নিয়েছি প্রমাণ থাকলে জনসমক্ষে আনুন’, ইডি দফতরে অভিষেক

তবে তদন্তে সহযোগিতা করতে হবে শুভেন্দুকেও। কাঁথি, নন্দীগ্রাম ও পাঁশকুড়া থানায় শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলির ওপর স্থগিতাদেশ দিয়েছে আদালত। তমলুক ও কলকাতায় মানিকতলা থানায় শুভেন্দুর বিরুদ্ধে যে মামলাগুলি রয়েছে সেগুলি চলতে পারে বলে নির্দেশ দিয়েছে আদালত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here