মোহনা বিশ্বাস, কলকাতাঃ
উচ্চ প্রাথমিকে নিয়োগে ফের বাধা পড়ল। উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া যেমন চলছিল তেমনই চলবে, কিন্তু নিয়োগ এখনই নয়। একথা সাফ জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
সিঙ্গেল বেঞ্চের নিয়োগে স্থগিতাদেশ প্রত্যাহারের রায়কে চ্যালেঞ্জ করে পালটা মামলা দায়ের হয়েছিল উচ্চতর বেঞ্চে। যদিও মঙ্গলবার নতুন করে নিয়োগে আর কোনও স্থগিতাদেশ আদালত দেয়নি। তবে স্কুল সার্ভিস কমিশনকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, আদালতের অনুমতি ছাড়া চাকরি প্রার্থীদের কোনও ভাবেই নিয়োগপত্র দেওয়া যাবে না। এমনটাই জানিয়েছে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুনঃ এবার থেকে মাসের শেষ দিনে বিলি হবে না রেশন, নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের
ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, কমিশন একটি তথ্য ভাণ্ডার তৈরি করবে। সেই তথ্য ভাণ্ডারে প্রার্থীদের প্রাপ্ত নম্বর ও ইন্টারভিউয়ের নম্বর থাকবে। শিক্ষাগত যোগ্যতা, ওয়েটেজ এবং ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি করতে হবে এই তথ্যভাণ্ডার। একইভাবে যারা অনিয়মের অভিযোগে কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছেন, এবং যাদের শুনানি কমিশনের কাছে হবে, তাঁদের তথ্য ভাণ্ডারও একইভাবে তৈরি করতে হবে। পরবর্তীতে এই দুই তথ্য ভাণ্ডার আদালতে জমা দিতে হবে।
আরও পড়ুনঃ বকরি ইদে ছাড় দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত কেরল সরকার
ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, সিঙ্গল বেঞ্চের নির্দেশ অনুসারে নিয়োগ প্রক্রিয়া নিয়ে যাঁদের অভিযোগ রয়েছে তাঁরা ৩১ জুলাইয়ের মধ্যে কমিশনে নিজেদের অভিযোগ জমা দিতে পারবেন। ১২ সপ্তাহের মধ্যে সেই অভিযোগের নিষ্পত্তি করতে হবে কমিশনকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584