নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনা ভাইরাসের প্রকোপে ত্রস্ত গোটা পৃথিবী। অন্যান্য দেশের মতো ভারতেও ঘাঁটি গেড়েছে এই ভাইরাস। যত দিন যাচ্ছে দ্রুততার সঙ্গে বাড়ছে সংক্রমিত ও মৃতের সংখ্যা। এতদিন করোনায় মৃত্যু হলে দেহ পরিবারকে দেওয়া হচ্ছিল না।
তবে করোনায় মৃতের দেহ দেওয়া নিয়ে গত ১৬ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট একটি রায় দেওয়া হয়, যেখানে বলা হয় যে, করোনায় মৃত্যু হলে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। হাইকোর্টের এই রায় সোমবার সামান্য সংশোধন করা হয়েছে।
আরও পড়ুনঃ ডিজিটাল কার্ডহীনদের জন্য ফুড কুপনের ওপর বারকোড
সংশোধিত রায়ে বলা হয়েছে, ময়নাতদন্তের প্রয়োজন নেই, এমন দেহ মৃতের বাবা-মা, স্ত্রী অথবা ছেলে মেয়ের হাতে তুলে দিতে হবে। দেহ নিতে তাঁরা সংখ্যায় ছ’জনের বেশি আসতে পারবেন না।
আরও পড়ুনঃ বউবাজারে রূপান্তরকামীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার পুলিশ অফিসার
হাসপাতালের কাজ শেষ হলে মৃতদেহকে সোজা শ্মশান বা কবরস্থানে নিয়ে যেতে হবে। যে ব্যাগে দেহ থাকবে, তার মুখের অংশে থাকবে স্বচ্ছ আবরণ। ব্যাগ সংক্রমণমুক্ত করে দিতে হবে। মরদেহের সঙ্গে যাঁরা থাকবেন, তাঁদেরও সোজা সৎকারস্থলে যেতে হবে। রাজ্য বা এলএসজিআই অফিসাররা যেভাবে বলবেন, সেভাবেই কাজ করতে হবে পরিবারের লোকজনকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584