নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
আমতার ছাত্রনেতা আনিস খান হত্যা তদন্তে রাজ্য পুলিশের প্রতিই আস্থা রাখলো কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থার সোমবারের শুনানিতে বলেন, ‘‘ওই হত্যার তদন্ত আপাতত পুলিশই করবে। তদন্তে কেউ বাধা না দিলে রাজ্যের পুলিশ পৃথিবীর কারোর থেকে কম নয়!’’
আনিস খানের পরিবারের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এদিন আদালতে বলেন, আদালতের নির্দেশ মতো যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে, তাতে রিপোর্টের ৬০ শতাংশ অংশ মুছে ফেলে মামলাকারীদের হাতে দেওয়া হয়েছ। কাজেই সে রিপোর্ট দেখে কিছুই বোঝা সম্ভব নয়। এই প্রসঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয় যে, এপর্যন্ত শুধুমাত্র দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে তদন্ত করছে সিট। এবং আনিসের মোবাইল ফোনের ফরেন্সিক রিপোর্ট এখনও পর্যন্ত সিটের তদন্তকারী আধিকারিকদের হাতে আসেনি। সেই রিপোর্ট গোয়েন্দাদের হাতে এসে পৌঁছলে তারপরেই পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা যাবে। এদিন বিচারপতির মান্থার নির্দেশ দেন আগামী এক সপ্তাহের মধ্যে জমা দিতে হবে ফরেন্সিক রিপোর্ট।
আরও পড়ুনঃ আগুন থেকে প্রাণে বাঁচতে গিয়ে পানিহাটির কাউন্সিলারের খুনে অভিযুক্ত সোজা শ্রীঘরে
সোমবার আদালত জানায় আরো এক মাস সময় দেওয়া হচ্ছে পুলিশকে। তার মধ্যে তদন্ত শেষ করতে হবে।এবং এটাই শেষবার। এর পরেও যদি সিট তদন্ত শেষ না করতে পারে সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ করবে আদালত। বিচারপতি মান্থার এদিন বলেন যে, এই মামলায় খুব গুরুত্বপূর্ণ কিছু না ঘটলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলে তদন্তের সময়সীমা আর কোনও ভাবেই বাড়ানো হবে না। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১৮ এপ্রিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584