পরিবেশবান্ধব বাজিই পোড়ানো যাবে, সুপ্রিম কোর্টের রায়ই বহাল হাইকোর্টে

0
45

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

গত ২৯ অক্টোবর কালীপুজো থেকে শুরু করে নতুন বছর উদযাপন অবধি সমস্ত উৎসবে সব ধরণের বাজি পোড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে কলকাতা হাইকোর্ট। পরবর্তীতে হাইকোর্টের সেই নির্দেশ খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট শুধুমাত্র পরিবেশ বান্ধব বাজি ব্যবহারে অনুমতি দেয়।

Highcourt on fireworks

পাশাপাশি সুপ্রিম কোর্ট এও উল্লেখ করে যে, পরিকাঠামোগত সমস্যা ও অন্যান্য বিষয় নিয়ে প্রয়োজনে কলকাতা হাইকোর্টে আবেদন করা যাবে। সেই অনুযায়ী মামলাকারীরা ফের হাইকোর্টে আবেদন জানান। কিন্তু সেই আবেদন খারিজ করে সুপ্রিম কোর্টের নির্দেশকেই বহাল রাখল হাইকোর্ট। একইসঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ যাতে সুষ্ঠু ভাবে মানা হয়, তা দেখার জন্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে নির্দেশ দিয়েছে আদালত। চার সপ্তাহ পর এ বিষয়ে হলফনামা জমা দেওয়ার কথাও বলেছে আদালত।

আরও পড়ুনঃ মুখে মাস্ক বা ভ্যাকসিনের ডবল ডোজ কিছুতেই মন্ডপে ঢোকার ছাড়পত্র নয়ঃ হাইকোর্ট

হাইকোর্ট সামগ্রিকভাবে বাজি পোড়ানোতেই নিষেধাজ্ঞা জারি করে, সেই রায় খারিজ করে পরিবেশবান্ধব বাজি ফাটানোয় অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি, সুপ্রিম কোর্ট এও বলে যে, রাজ্যের বাইরে থেকে নিষিদ্ধ বাজি আসাএবং বাজারে বিক্রি না হওয়া এটি সুনিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। সুপ্রিম কোর্টের এই রায়কেই বহাল রেখেছে হাইকোর্ট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here